বাংলাহান্ট ডেস্ক: ভারত (India) আর পাকিস্তানের (Pakistan) মধ্যে দিন কয়েক আগেই সৃষ্টি হয়েছিল চরম উত্তেজক পরিস্থিতি। অবস্থা এমনই হয়েছিল যে অনেকেই ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার বুঝি যুদ্ধ লাগল এই দুই দেশেরও। ভারতের তরফে দাবি করা হয় যে ওয়ার হেড ছাড়াই একটি মিসাইল পরীক্ষা করছিল তারা কিন্তু সেটি রাজস্থানের বদলে গিয়ে পড়ে পাকিস্তানের মিয়া চান্নু এলাকায়। এরপরই ভারতের বিরুদ্ধে মিসাইল হামলার অভিযোগ আনে পাকিস্তান।
পুরো ঘটনাটিতে অবশ্য ভুল স্বীকার করেও নেয় ভারত। পুরো ব্যাপারটি পাকিস্তানকে জানিয়ে সেটিকে যান্ত্রিক গোলযোগ বলে দায়ি করে ক্ষমাও চাওয়া হয়। কিন্তু ভোবি যে ভোলবার নয়। ফলে এই ব্যাপারটিতে এত কিছুর পরও যৌথ তদন্তের দাবি করে পাকিস্তান।
এরই মধ্যে বৃহস্পতিবার একটি মিসাইল পরীক্ষা করে পাকিস্তান। যা পুরোপুরি ভাবেই ব্যর্থ হয়ে ভেঙে পড়ে পাকিস্তানেই। যদিও ব্যাপারটিকে এখনও নিশ্চিত করেনি সেদেশের সরকার। সিন্দুর জামশোরোর বাসিন্দারা জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ,একটি রকেট বা মিসাইলের মতন বস্তু দেখতে পান তাঁরা। মাঝ আকাশেই ভেঙে পড়ে সেটি।
#jamshoro #Pakistan tested a missile in response of pervious #indian #brahmos missile.#Pakistani missile failed to reach its target & fall down neaeby. https://t.co/6vJkVkRATs
— Conflict News Pakistan (@Conflictpk) March 17, 2022
জানা যাচ্ছে সিন্ধুর পরীক্ষা কেন্দ্র থেকেই মিসাইলটি উৎক্ষেপণ করেছিল পাকিস্তান। প্রথমে পরীক্ষটি ১১টার সময়ই করার কথা ছিল। কিন্তু পরে TEL এ ত্রুটির কারণেই সেই সময় পিছিয়ে করা হয় দুপুর ১২ টায়। কিন্তু উৎক্ষপণের কয়েক সেকেন্ড পরই তার পথ থেকে সরে যায় মিসাইলটি। তার কাঙ্ক্ষিত গতীবেগ। শেষ মেষ সিন্ধুর বুলা খানে কাছে পড়ে ক্ষেপণাস্ত্রটি।
পাকিস্তানি এক নিউস এজেন্সি কনফ্লিক্ট নিউজ জানিয়েছে, ‘ভারতের ভুল করে ছোঁড়া মিসাইলের বদলেই এই ক্ষেপনাস্ত্রটি ছুঁড়েছে রাশিয়া। ‘ এই প্রসঙ্গে জামশোর প্রশাসনের দাবি, ‘এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই।’ সরকারের দাবি, ‘ভাইরাল ভিডিওটি কোট্রিতে একটি সামরিক অনুশীলনের সঙ্গে সময় গুলি চালানো মর্টার ট্রেসার রাউন্ডের সঙ্গে সম্পর্কিত।’ ঘটনার জেরে কার্যতই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব জুড়েই।