বাংলা হান্ট ডেস্কঃ বিগত এক মাস ধরে চূড়ান্ত ডামাডোল পরিস্থিতির সাক্ষী ছিল পাকিস্তান। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই সময় গদিচ্যুত করার জন্য অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা এবং এরপর শত চেষ্টা করলেও প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে পারেননি ইমরান। আর এরপর সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়ে শপথ নেন শাহবাজ শরিফ। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হলেও বর্তমানে দেশের পরিস্থিতির যে সামান্য উন্নতিও হয়নি, তা আবার প্রমাণিত হলো একটি ভিডিওকে ঘিরে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেন ইমরান খানের দলের এক নেতা ফাহিম খান। যেখানে ভিডিওর মাধ্যমে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ‘ভিখারি’ বলে কটাক্ষ করেন ফাহিম ভিডিওটি তোলা হয় পাকিস্তানের সংসদের ভেতরেই। জানা যাচ্ছে, যে দিন ইমরান খান এবং তাঁর দলের নেতারা সকলে পদত্যাগ করেন, সেদিনই তোলা হয় ভিডিওটি। এতে দেখা যাচ্ছে, ফাহিম খান নামক নেতা নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে পাকিস্তানের সংসদ চত্বরটি ঘুরে দেখাচ্ছেন। এরপর তিনি নয়া প্রধানমন্ত্রীকে দেখিয়ে তাকে ‘ভিখারি’ বলে দাবি করেন। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “এই মুহূর্তে পাক সংসদে দাঁড়িয়ে আছি আমি। একজন আন্তর্জাতিক ভিখারিকে দেখাতে চাই, যিনি এই দেশকে ভিখারি বলেছিলেন। কিন্তু আমরা ভিখারি নই।”
ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করার সঙ্গে সঙ্গেই তা কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্বভাবতই, ইমরান খানের দলের সদস্যরা তাঁর এই সাহসিকতার প্রশংসা করে বহু মন্তব্য করে। কিন্তু পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে সংকটের মধ্যেই বিরাজ করছে, তারই প্রমাণ পাওয়া গেলো এই ভিডিওয়।
#امپورٹڈ_حکومت_نا_منظور pic.twitter.com/KcjsiMDgic
— MNA Faheem Khan (@MNAFaheemPTI) April 11, 2022
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে শেষপর্যন্ত ক্ষমতাচ্যুত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর সোমবারই সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরিফ। পাকিস্তানের 23 তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ, যিনি আবার সম্পর্কে প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।