বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একদল মানুষকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। ডুমারিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী সৈয়দা খাতুনের জয়ের পর তাঁর সমর্থকরা এই স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিদ্ধার্থনগর পুলিশ একটি FIR দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
संदर्भित प्रकरण का संज्ञान लेकर विडियो की जांच कराई जा रही है । प्रकरण में अभियोग पंजीकृत कर अग्रिम कार्यवाही प्रचलित है ।
— Siddharthnagar Police (@siddharthnagpol) March 11, 2022
শুক্রবার ১১ মার্চ এই ভিডিওটি শেয়ার হয় @OfficialTeamPs হ্যান্ডেল থেকে। সেখানে লেখা হয়, ‘সিদ্ধার্থনগর ডুমারিয়াগঞ্জ আসন থেকে এসপি প্রার্থী সৈয়দা খাতুনের জয়ের পরে পাকিস্তান জিন্দাবাদ এবং ইসলাম জিন্দাবাদের স্লোগান উঠেছে। দয়া করে ভিডিওটির যথাযথ তদন্ত করুন এবং দেশবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।” ভিডিওটিতে উত্তরপ্রদেশ পুলিশ আর সিদ্ধার্থনগর পুলিশকে ট্যাগ করা হয়েছে।
আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি সেই সমাবেশেরই বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে সমাজবাদী পার্টির টুপি পরা কয়েকজনকে দেখা যাচ্ছে। সেই ভিডিওতে পরাজিত বিজেপি প্রার্থী রাঘবেন্দ্র সিংকে গালিগালাজ করতে শোনা যাচ্ছে।
सिद्धार्थ नगर : डुमरियागंज सीट से सपा प्रत्याशी सैय्यदा खातून की जीत के बाद भाजपा प्रत्याशी @raghvendramla और मुख्यमंत्री @myogiadityanath जी को गाली देने वाले पर कठोर कार्रवाई की जाएं @Uppolice @dmsid1 @siddharthnagpol pic.twitter.com/E2n4DVKzAL
— Ashi Kant Agrahari (@AshiAgrahariPs) March 11, 2022
এই ঘটনায় ১৪৩ এবং ১৮৮ ধারায় একটি FIR দায়ের হয়েছে। FIR অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১০ মার্চ রাত সাড়ে দশটার দিকে। যেখানে এই দেশ বিরোধী স্লোগান ওঠে, সেখান থেকে থানা মাত্র আধা কিলোমিটার দূরে। এই মামলার অভিযোগকারী খোদ পুলিশই। অভিযোগে বলা হয়েছে, “কয়েকজন পুলিশ টহল দেওয়ার সময় শোরগোল শুনে ডুমারিয়াগঞ্জের সমাজবাদী পার্টি অফিসে পৌঁছয়। সেখানে তারা দেখেন, সমাজবাদী প্রার্থী সৈয়দা খাতুনসহ প্রায় ২০০-২৫০ সমর্থক রাস্তায় স্লোগান দিচ্ছেন। তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হয় এবং পরে অতিরিক্ত বাহিনীও ডাকতে হয়। তাদের সমাবেশ ছিল বেআইনি।”
উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ডুমারিয়াগঞ্জ বিধানসভা থেকে সালে সমাজবাদী পার্টির সৈয়দা খাতুন ৮৫ হাজার ৯৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাঘবেন্দ্র প্রতাপ সিংকে ৭৭১ ভোটে পরাজিত করেছেন। রাঘবেন্দ্র ৮৪ হাজার ৩২৭টি ভোট পেয়েছেন। ২০১৭ সালে এই আসনে রাঘবেন্দ্র সিং জিতেছিলেন।