‘বাড়িতে গিয়ে বলব মোদিকে’ দারুন মজার প্যারোডি গানের ভিডিও ভাইরাল

viral video : প্রতিদিন কয়েক হাজার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিও গুলি যেমন আমাদের নির্ভেজাল আনন্দ দেয় তেমনই কিছু কিছু ভিডিও আমাদের কাঁদিয়েও দেয়। আবার অনেক ভিডিও আমাদের মনোরঞ্জনও করে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এক খুদে শিশুর মজার প্যারোডি গানে মজেছে নেট দুনিয়া৷

IMG 20201227 102124

কোনো গানের সুরকে একই রেখে অন্য মজার কথা বসিয়ে তার নকল করাকে প্যারোডি বলা হয়৷ বেশ কিছুদিন আগেও বাংলায় প্যারোডি গান খুবই জনপ্রিয় ছিল। এখনো বেশ কিছু প্যারোডি গান নেটপাড়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয়। এই গানগুলি যেমন নিছকই মনোরঞ্জনের জন্য তৈরি হয়৷ তেমনই তৈরি হয় প্রতিবাদ বা ব্যাঙ্গ করার জন্যও।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে বাংলার এক জনপ্রিয় গানের প্যারোডি গাইতে শোনা যায় এক বালককে। সম্ভবত বালকটি ট্রেনে গান গেয়ে ভিক্ষা করে।  জনপ্রিয় গানে তার বসানো কথা মন জয় করে নিয়েছে নেটদুনিয়ার।

শ্যামল মিত্রের গাওয়া কালজয়ী বাংলা গান, ‘কি নামে ডেকে বলবো তোমাকে. মন্দ করেছে আমাকে ঐ দু’টি চোখে’ এখনো অনেকেরই মুখে মুখে ফেরে। সেই গানেরই চমৎকার প্যারোডি করেছে এই বালক, ‘বাড়িতে গিয়ে বলব মোদিকে, মোদি আমার বিয়ে দেবে সামনের সপ্তাহে’।

ট্রেনের কোনো যাত্রী সম্ভবত এই গানটি মোবাইল ক্যামেরায় ধারন করে পোস্ট করেন সামাজিক মাধ্যমে। আর সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগে নি। মজার এই গানের কথা শুনে হেসে খুন নেটিজেনরা৷ নানান মন্তব্য করেছেন তারা।  ভিডিওতে দেখে নিন মজার প্যারোডিটি

সম্পর্কিত খবর