ছাগলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জড়াল ময়ূর, সোশ্যাল মিডিয়ায় বিরল ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পশুপাখিদের বিভিন্ন মজাদার কাজ কর্ম সবসময়ই আকর্ষিত করে আমাদের। কখনও তাদের কখনও ভয়ঙ্কর রূপ আমাদের ভয় পেতে বাধ্য করে, কখনও আবার কিছু নিতান্ত মজাদার কাজকর্মে না হেসে থাকা যায় না। পশুপাখিদের সাহচর্যে জীবনের অর্থও খুঁজে পান বহু মানুষ।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওটিতে লড়াই করতে দেখা যাচ্ছে একটি ময়ূর এবং একটি ছাগলকে। কেন তাদের এই লড়াই তা অবশ্য ছোট্ট ভিডিওটিরে বোঝার উপায় নেই। তবে গোলগাল সাদা ধবধরে ছাগলটির সঙ্গে অপূর্ব সুন্দর সেই ময়ূরের মাথা ঠোকাঠুকি দেখে হেসেই কুটোকুটি নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের মধ্যে লড়াই বেঁধেছে এক ছাগল এবং এক হরিণের। কখনও হরিণটি ময়ূরটিকে আক্রমণ করতে যায়, আবার কখনও ময়ূরটি উড়ে গিয়ে আক্রমণ হানে ছাগলের উপর।

নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন দীপাংশু কাবরা নামের এক আইপিএস অফিসার। ভিডিওটি কোথাকার জানা যায়নি তাও। এই ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘নিজের সামর্থ্যকে কখনও ছোটো ভাবতে নেই। ভগবান সবাইকেই বিপদের মোকাবিলা করার যোগ্যতা দিয়েছেন।’

৯ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। মানুষজন এখনও অবধি কয়েক হাজার বার দেখেছেন ভিডিওটিকে। কেউ কেউ আবার মজা করে এও বলেছেন যে ছাগলের সঙ্গে মাথা ঠোকাঠুকির ফলে এবার নাকি শিং গজাবে ময়ুরের মাথাতেও। সে যাই হোক, ভিডিওতে এই দুই বন্যপ্রাণীর কাজ কারবারে যে বেজায় মজা পেয়েছেন মানুষ, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

X