চলন্ত গাড়িতে নাচতে নাচতে সেলফি নিচ্ছিল নতুন বর, মোটা টাকার জরিমানা করল পুলিশ! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিভিন্ন সময় আমাদের সামনে একাধিক বিচিত্র কাহিনী ফুটে ওঠে; যা কখনো আমাদের অবাক করে তোলে তো কখনো আবার তা আমাদের হাসাতে বাধ্য করে। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে অপরাধীদের ধরতে সক্ষম হলো উত্তরপ্রদেশ পুলিশ। কি এমন রয়েছে ভিডিওটিতে?

আসলে অঙ্কিত কুমার নামে এক ব্যক্তি সম্প্রতি উত্তর প্রদেশ ট্রাফিক পুলিশকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিও কেন্দ্র করেই কিছু সময়ের মধ্যেই অপরাধীদের ধরে নেয় পুলিশ। ভিডিওটিতে একটি রাস্তার চিত্র ধরা পড়ে। সেখানে দেখা যায়, রাস্তার মধ্যে একটি চলন্ত গাড়িতে কিভাবে নাচ এবং সেলফি তোলায় মত্ত হয়ে রয়েছে কিছু যুবক। এই ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আসলে ওই যুবকেরা বরপক্ষের এবং তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছানোর জন্য গাড়ি চড়ে রওনা দেয়। তবে শুধুমাত্র গাড়ি করে যাওয়াই নয়, রীতিমতো গাড়ির জানালা দিয়ে বাইরে বের হয়ে নাচতে এবং সেলফি তুলতে উদ্যত হয় তারা।

এই ভিডিওটি পোস্ট করে অঙ্কিত কুমার লেখেন, “হরিদ্দার থেকে নয়ডার পথে মুজাফফরনগরে কিছু যুবক কেবলমাত্র বিনোদন করার জন্য অন্যদের জীবন কিভাবে ঝুঁকিতে ফেলেছে, দেখুন। আশা করছি, পুলিশ এই বিষয়টিতে নজর দেবে।”

https://twitter.com/muzafarnagarpol/status/1536586039942590464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536586039942590464%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fhindi-news%2Fviral%2Fdulhe-ka-video-wedding-day-video-shadi-ka-video-baarat-ka-video-marriage-video-up-police-fined-groom-and-his-friends-over-2-lakh-this-omg-video-went-viral-now-5454145%2F

তাঁর এই ভিডিওটি পোস্ট করার পরই আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ এবং অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে পাকড়াও করা হয়। এই ঘটনা প্রসঙ্গে ট্রাফিক এসপি জানান, “ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই আমরা অতি দ্রুত পদক্ষেপ নিই এবং বর্তমানে গাড়িটি চিহ্নিত করার পর অভিযুক্তদের বিরুদ্ধে আমরা দুই লক্ষ টাকার জরিমানা করেছি। জানা গিয়েছে, ওই গাড়িগুলি দিল্লির। এক্ষেত্রে আমরা অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব।”

সম্পর্কিত খবর

X