হরিণ শাবককে বাঁচাতে নদীতে ঝাঁপ পোষ্য কুকুরের, ভাইরাল ভিডিও দেখে আবেগাপ্লুত নেটিজেনরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা দিনের বেশ কিছুটা সময় কাটাই সোশ্যাল মিডিয়ায়। কাজের ফাঁক হোক কিংবা অবসর সময়, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাই বিশ্বের হাল-হকিকতের খবর।

পাশাপাশি, নেটমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন সব ভিডিও দেখেও সময় কাটান অনেকেই। একাধিক বিষয়ের ওপর থাকা সেই সব ভিডিওগুলি মজাদার হওয়ার পাশাপাশি কিছু কিছু ভিডিও দেখে আবেগেও ভাসেন নেটিজেনরা। সম্প্রতি এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, জলের স্রোতে ভেসে চলে যাওয়া এক হরিণ শাবককে রক্ষা করছে একটি পোষ্য কুকুর।

ওই পোষ্য কুকুরের মালিক নিজে ওই ভিডিও রেকর্ড করে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা খুব সহজেই মন জয় করে নিয়েছে সকলের। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, নদীর জলের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক। তা দেখে তৎক্ষণাৎ জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সেই হরিণ শাবকটিকে মুখে করে পারে নিয়ে এসে তার জীবন বাঁচায় কুকুরটি।

হরিণ শাবকটি অসহায় ভাবে একপ্রকার কাঁদছিল। সেটিকে পারে নিয়ে আসার পর কুকুরটির মালিক শাবকটিকে হাত দিয়ে ধরে গাড়িতে তুলে দেন। পাশাপাশি, ওই ব্যক্তি তাঁর পোষ্য কুকুরটিকে বাহবা দিয়ে বলেন, “ভালো ছেলে!” তবে, ভিডিওটি কোথায় তোলা হয়েছে বা কুকুরটির কি নাম, সেই সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

এদিকে, পোষ্য কুকুরের এই সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই, ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসার বন্যা। মুহূর্তের মধ্যে ১ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। মন ভালো করা এই ভিডিও জিতে নিয়েছে অসংখ্য মানুষের হৃদয়ও!

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X