জমিয়ে খেয়ে পেট ফুলে ঢাক, অজগর উদ্ধারে আসতে হল বনদপ্তরকে ; ভাইরাল ভিডিও

Published On:

viral video : প্রতিদিন নানা রকম মজার ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। সম্প্রতি এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে যা দেখে হেসেই খুন নেটপাড়া। অতিরিক্ত খাওয়ার ফলে অজগরের পেট এমন ফুলে উঠেছে যে তাকে উদ্ধার করতে আসতে হল বন দপ্তরকে।

বেশি খেয়ে ফেললেই আমাদের অস্বস্তি হয়। আর খাওয়াটা যদি অত্যাধিক হয় তবে নড়তে চড়তেও যেন সমস্যা হয়। এমনটাই হয় পশু পাখিদের ক্ষেত্রেও। পাইথনটি এত পরিমান খেয়ে ফেলেছিল যে শেষ পর্যন্ত তাকে ট্রাক্টরে তুলতে হল বনকর্মীদের।

ANI এর পোস্ট করা ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, এই পাইথনটি বড় কোনো খাবার খেয়ে ফেলেছিল। কিন্তু খেয়ে ফেলতেই বিপত্তি এত বেশি খাওয়ার ফলে সে আর চলতে পারছিল না। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুর জেলায় সিহারি গ্রামে। রবিবার সেখান থেকেই এই পাইথনটি উদ্ধার করে বনদপ্তর।

বন দপ্তর জানিয়েছে, পাইথনটি হরিণ বা বড় ছাগলের মতো কিছু শিকার করে খেয়ে ফেলে, যার ফলেই তার এই অবস্থা হয়েছিল। বন দপ্তর ট্রাক্টরে গিয়ে সেই পাইথনটিকে বনে রেখে এসেছে বলে খবর। গ্রামবাসীরা এই পাইথন দেখে আতঙ্কিত হয়ে পড়লেও জানা যাচ্ছে, পাইথনটি বিষাক্ত নয়।

X