ব্যস্ত রাস্তায় ল্যান্ড করল প্লেন, ভাইরাল ভিডিও দেখে  হতবাক নেটিজেনরা

Published On:

viral video : বিভিন্ন সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই প্লেনের সব আশ্চর্যজনক অবতরণ হওয়ার ভিডিও ভাইরাল হয়৷ কখনো খাড়া পাহাড়ের মাথার ছোট্ট রানওয়েতে,  কখনো বা সমুদ্র বক্ষে; নানান জায়গায় বিমান অবতরণের ভিডিও প্রায়শই আলোচনায় থাকে। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এই ভিডিও গুলির থেকে একে বারে আলাদা। এই ভিডিও তে একটি বিমানকে দেখা যায় ব্যস্ত রাস্তায় শ্বাসরুদ্ধকর  অবতরণ করতে

  ভিডিওতে দেখা যায় যে,  অনেক গুলি গাড়িগ একটি ব্যস্ত হাইওয়েতে খুবই দ্রুত গতিতে চলছে, তারপরে হঠাৎই সেখানে একটি বিমানকে অবতরণ করতে দেখা যায় এবং বিমানটি কয়েক মিটার ট্রেন নিয়ে মহাসড়কে চলাচল করে।  জানা গেছে, অবতরণের পরে বিমানটির একটি গাড়ির সাথে ধাক্কা লাগলেও কেউ আহত হয় নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে বুধবার রাত সাড়ে নয়টার দিকে। এই সিঙ্গেল ইঞ্জিন বিমানটি হাইওয়েতে জরুরি অবতরণ করেছিল এবং কিছুটা দূরত্বে ট্রেন ধরে চালাতে দেখা গেছে।  অবতরণের চিত্রগুলি ক্যামেরায় ধরা পড়েছিল, যা পরে মিনেসোটা পরিবহন দফতর টুইট করেছে এবং লিখেছিল, “সত্য! একটি বিমান হাইওয়েতে অবতরণ করেছে।”

খবরে বলা হয়েছে, এই বিমানটি অবতরণের পরে বিমানটি যখন মহাসড়কে চলছে তখন গাড়িটি তার পথে দ্রুতগতিতে ছুটে গিয়েছিল এবং বিমানটি ওই গাড়িটির সাথে সংঘর্ষে পড়ে।  তবে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি এবং তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে, ইতিমধ্যেই কয়েক লাখ নেটিজেন দেখে ফেলেছে এই ভিডিও

,

X