বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : সমুদ্রের জলে আপন মনে সার্ফিং করা এক শিশুকে হাঙরের হাত থেকে বাঁচালেন এক অফ ডিউটি পুলিশ কর্মী। ভয়ংকর ভিডিও টি সামাজিক মাধ্যমে ভাইরাল (viral video) হতেই শুরু হয়েছে হইচই। নেটপাড়ার প্রত্যেকেই কুর্ণিশ করছেন ঐ পুলিশকর্মীকে।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।
আমেরিকায় ফ্লোরিডার কোকো বিচ পুলিশ অ্যান্ড ফায়ার’-এর ফেসবুক পেজে পোস্ট করা এই ভিডিওতে দেখা যায়, একজন সমুদ্রের নীল জলে একটি প্রাণী দেখতে পেয়ে ক্যামেরা হাতে ছুটে যান। কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন সেই এগিয়ে আসা প্রাণীটি একটি হাঙর। হাঙরটির গতিবিধি রেকর্ড করতে করতেই ক্যামেরায় ধরা পড়ে, এক পুলিশ অফিসার হাঙরের সামনে থেকে ডাঙায় টেনে তুলছে সার্ফিংরত এক শিশুকে।
জানা যাচ্ছে, ঐ পুলিশ কর্মীর নাম অড্রিয়ান কোসিকি। তিনি সঠিক সময়ে ঝাঁপিয়ে না পড়লে হয়তো শিশুটিকে বাঁচানো যেত না। অফ ডিউটি থাকা অবস্থাতেও নিজের কর্তব্যে অচল থাকার জন্য এই পুলিশ কর্মীকে কুর্ণিশ জানিয়েছে নেট পাড়া। বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। সকলেই এক বাক্যে স্বীকার করছে, কোসিকি না থাকলে হয়তো শিশুটি বেঁচে ফিরত না।
https://www.facebook.com/CocoaBeachPoliceFire/videos/602940080645147