বাংলাহান্ট ডেস্ক : “মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও”… আর কবিতার এই কথাটিকে স্মরণ করেই আজও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে হিংসা হানাহানির মধ্যে থেকেও মানুষই মানুষের পাশে থাকছে, মানুষই মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। দেশ জুড়ে যখন নানান হিংসাত্মক ঘটনার মধ্যে থেকে পুলিশ কর্মীদের সক্রিয়তা নিয়ে নানান ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই এক মানবতার নিদর্শন গড়ে তুললেন উত্তরপ্রদেশের এক পুলিশকর্মী।
আসুন জেনে নেওয়া যাক কিভাবে একজন পুলিশ কনস্টেবল দেশবাসীর সামনে তার মানবিক রূপটিকে প্রকাশ করলেন। উত্তরপ্রদেশের এক পুলিশ কনস্টেবল প্রতিদিনই একজন বৃদ্ধকে দেখতেন খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে হেঁটে যেতে। বৃদ্ধির নিদারুণ কষ্টের কথা উপলব্ধি করে একদিন হঠাৎই ওই পুলিশকর্তা সোজা চলে গিয়েছিলেন একটি জুতোর দোকানে। আর তারপরেই রীতিমতো দরদস্তুর করে বৃদ্ধের জন্য একজোড়া জুতো কিনে ফেলেন।
এরপরই ঘটে এক চমকপ্রদক ঘটনা। জুতো কিনে আনার পর দিনে আবার সেই পুলিশকর্তার সঙ্গে দেখা হয়ে যায় ঠেলাগাড়ি চালানো সেই বৃদ্ধের। আর এক মুহূর্তও অপেক্ষা না করে সেই নতুন চটি বৃদ্ধকে উপহার দেন তিনি। স্বাভাবিকভাবেই দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটে বৃদ্ধের। চটি পেয়ে মুখে ফুটে ওঠে হাসি আর চোখ ভিজে যায় আনন্দ অশ্রুতে। এরপরেই ওই পুলিশকর্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেন সেখান থেকে।
https://twitter.com/upcopshivang/status/1542864672772071425?s=20&t=PpWjAQ-0As1YE4JBKqvrvg
সূত্রের খবর, ওই পুলিশকর্মীর পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ার দৌলাতে সেই ভাইরাল ভিডিও দেখে ফেলেছেন বহু নেটিজেন। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন উত্তরপ্রদেশেরই এক পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী। অপরাধীদের গ্রেফতার করার পাশাপাশি পুলিশের এই মানবিক রূপ দেখে তার প্রতি শ্রদ্ধায় অবনত দেশবাসী।