গরু মূত্রত্যাগ করতেই তা পান করলেন পুলিশকর্মী! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটাগরিকরা

বাংলা হান্ট ডেস্ক: হিন্দুদের কাছে গরু অত্যন্ত পবিত্র এক প্রাণী। এমনকি, গরুকে পরম ভক্তি সহকারে পুজোও করেন তাঁরা। এছাড়াও, গোমূত্র এবং গোবর ব্যবহার করা হয় বিভিন্ন পুজো-পার্বণ তথা মঙ্গল অনুষ্ঠানেও। পাশাপাশি, গরুর দুধও পুজোর উপাচার হিসেবে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, গ্রামে-গঞ্জে এই গৃহপালিত প্রাণীকে তাই সযত্নেই পালন করেন মানুষেরা।

তবে, সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা দেখে স্তম্ভিত হয়েছেন সকলেই। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে যে, একজন পুলিশকর্মী সরাসরি গরুর মূত্র পান করছেন। আর তা দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।

এমনিতেই, বর্তমান রাজনৈতিক আবহে বিজেপি ক্ষমতায় আসার পর দেশজুড়ে গরুদের রক্ষা করতে এবং তাদের সঠিক পরিচর্যায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, গোমূত্র নিয়েও একাধিক ইস্যু সামনে এসেছে। সেই আবহেই এবার এই ভিডিও দেখে অবাক সকলেই। পাশাপাশি, তা দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা হাজারও ভাইরাল ভিডিওর ভিড় দেখতে পাই। বিভিন্ন সব মজাদার কন্টেন্টের পাশাপাশি সেখানে মাঝে মাঝে এমন সব কিছু ভিডিও সামনে আসে যা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন নেটিজেনরা। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, খাটালে একটি গরু যখন মূত্রত্যাগ করছে ঠিক তখনই এক পুলিশকর্মী সেই গোমূত্র সরাসরি হাতে নিয়ে পান করছেন। মুখে মাস্ক নামানো অবস্থাতেই প্রায় বার তিনেক তিনি ওভাবেই পান করেছেন গোমূত্র। এমনকি, তারপর তিনি চোখে এবং গালে হাত দিয়ে লাগিয়েও নেন সেটি। তিনি যে অত্যন্ত ভক্তি ভরেই এই কাজ করছিলেন তা স্পষ্ট হয়ে উঠেছে ভিডিওটিতে।

আর এই দৃশ্য দেখেই হতবাক নেটিজেনরা। এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, ১৮ হাজার জন লাইক করেছেন এটি। শুধু তাই নয়, এই অবাক করা ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। অনেকেই পুলিশকর্মীর এই কাজকে সমর্থন করলেও অধিকাংশজনই ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর