জুতো খুলে গেলেও নাচতে থাকল খুদে, ভাইরাল ভিডিওতে প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন

Published On:

viral video : বিগ বি অমিতাভ বচ্চন (amitabh bacchan) সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। তার প্রতিটি পোস্টই তুমুল ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বিভিন্ন সামাজিক ইস্যুর পাশাপাশি বিনোদন দুনিয়ার নানা বিষয় নিয়ে পোস্ট করেন বলিউডের শাহেনশাহ। এবার একরত্তি এক মেয়ের ভিডিও পোস্ট করে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

ভিডিওটিতে কালো সালোয়ারে এক ছোট্ট খুদেকে নাচ করতে দেখা যায় এক হরিয়ানভি গানে৷ অসাধারণ ভাবে নিজের স্টেপগুলি প্রদর্শন করছিল ছোট্ট মেয়েটি। নাচের সময় হঠাৎই তার একটি জুতো খুলে যায়। তবে সে নাচ বন্ধ করেনি। যা দেখে প্রশংসা করেছেন স্বয়ং বিগ বি।

ভিডিওটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ” জুতো। প্রশিক্ষণহীন প্রতিভা..শুধু চমকপ্রদ !! জুতো খুলে গেল তবে শো অবশ্যই চলবে”। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি।

ইন্টারনেট ছোট মেয়েটির নাচ উপভোগ করেছে নেট জনতা এবং পোস্টের মন্তব্যে বিভাগে হার্ট ইমোজি পোস্ট করেছে তারা। “সুপার” এবং “বাহ” এর মতো শব্দগুলি সমস্ত মন্তব্যে রয়েছে। দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

https://www.instagram.com/tv/CGkw2-aB4mM/?igshid=tim0ijlhzuq1

সম্পর্কিত খবর

X