কুকুরের মুখোশ পড়ে পোষ্য জার্মান শেফার্ডদের কাছে গেলেন মহিলা, ভাইরাল ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক/ ভাইরাল ভিডিও : কোনো কুকুরই বাড়িতে হঠাৎ অনাহুত অতিথির আগমন পছন্দ করে না৷ আর সেটি যদি অন্য কুকুর হয় তবে তো কথাই নেই। কিন্তু সেই অনাহুত কুকুরটির গায়ে যদি মালিকের গন্ধ থাকে? হ্যাঁ ঠিক ধরেছেন, পোষ্য কনফিউজ হবেই, এমন ভাবেই নিজের পোষ্যকে প্র‍্যাংক করে এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল (viral) হয়েছেন এক মহিলা।

images 2020 07 20T165944.023

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

ওডাও, অন্টারিওতে বসবাসরত দুই জার্মান শেফার্ড – জাদে এবং জ্যাস্পারকে তাদের মালিক ক্যারেন প্র‍্যাংক করবার কথা ভাবেন, তিনি একই জাতের একটি মুখোশ পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি সে তাদের ঘেউ ঘেউ করে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কুকুরগুলি চেহারার পরিবর্তনে চমকে উঠল এবং তাদের মালিকের গন্ধ এবং স্পর্শ দেখে বিভ্রান্ত হয়, আর তাদের বিভ্রান্তি দেখে এই মুহুর্তে হেসে খুন নেটপাড়া।

কুকুরের ক্রিয়াকলাপের ব্যাখ্যার সাথে আসা ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করা হয়েছে।সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। অনেক পশুপ্রেমীই নিজেদের পোষ্যদের সাথে এই ভাবে মজা করতে চেয়েছেন৷ দেখুন ভাইরাল ভিডিওটি।

https://www.facebook.com/jadethesablegsd/videos/3322161814495855/

 

সম্পর্কিত খবর