প্রকাশ্যে পুলিশকে জুতোপেটা মহিলার, নারী শক্তির প্রশংসা করছে নেটিজেনরা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের সামাজিক পরিকাঠামোতে পুলিশ হল এমন একটি “আশ্রয়” যেখানে যে কোনো বিপদে, সাহায্যের আশায় সবার আগে ছুটে যান সাধারণ মানুষ। পুলিশরাও সেখানে ত্রাতার ভূমিকা পালন করেন। কিন্তু, কিছু এমন ঘটনাও ঘটে যা দেখে রীতিমত অবাক হতে হয়। এমনিতেই আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের সাথে দুর্ব্যবহারের মত ঘটনার প্রসঙ্গ প্রায়শই শুনতে পাই। তবে, এই ঘটনাই যদি কোনো পুলিশ ঘটান, তা হলে আদৌ আমরা নিরাপদে রয়েছি কিনা সেই প্রশ্ন উঠতেই পারে।

সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। পাশাপাশি, সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনেও এসেছে। যেখানে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে সমগ্র দৃশ্য। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মজাদার কন্টেন্টের পাশাপাশি সেখানে এমন কিছু ভিডিও থাকে যা তুলে ধরা সমাজের বাস্তব প্রতিচ্ছবি। এই ভিডিওটিও সেই ক্যাটাগরিতেই পড়ে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, উত্তরপ্রদেশের লখনউয়ের চরবাগ রেলস্টেশনে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছেন এক পুলিশকর্মী। এমনকি, তীব্র বাকবিতন্ডার পরে মহিলার গায়ে হাতও তুলে দেন ওই পুলিশ। পাশাপাশি, ওই মহিলাও পাল্টা আঘাত করেন তাঁকে। রীতিমত জুতো খুলে মারতে থাকেন ওই পুলিশ কর্মীকে।

স্টেশনের ফ্লাইওভারের ওপরই সমগ্র ঘটনাটি ঘটে। এদিকে, ওই মহিলাকে আঘাত করার পাশাপাশি পুলিশ কর্মীটি একজন ব্যক্তিকেও মারতে থাকেন। এছাড়াও, সেখানে উপস্থিত থাকেন একজন মহিলা পুলিশকর্মীও। যাত্রীদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটতে থাকে। এদিকে, একজন যাত্রী সমগ্র বিষয়টি রেকর্ড করে নেন। যা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় এসে ভাইরালও হয়ে যায়।

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর “Crime In India” রিপোর্টে বলা হয়েছে যে, উত্তর প্রদেশে “মহিলাদের উপর হামলা” বিভাগের অধীনে ৯,৮৬৪ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এছাড়াও, ওই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, প্রায় ৩,৯৩৫ টি যৌন হয়রানির ঘটনার পাশাপাশি ১,৭২৮ টি হামলার ঘটনা এবং ৩২৬ টি উত্যক্ত করার মত ঘটনা ঘটেছে।

এদিকে, এই ভিডিওটি সামনে আসতে তা রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই পুলিশকর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই। পাশাপাশি, ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এছাড়াও, ওই পুলিশকর্মী মদ্যপ ছিলেন বলেও মনে করেছেন অনেকে। এই প্রসঙ্গে একজন নেটাগরিক লিখেছেন, “এই ভিডিওটি লখনউয়ের চরবাগের। ইউপিতে আইন-শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা দুটোই এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর