ঝড়ের গতিতে বাইকে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: নেটদুনিয়ার দৌলতে সমগ্র দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটা একাধিক ঘটনার ভিডিও খুব সহজেই পৌঁছে যায় চোখের সামনে। তুমুল ভাইরাল হওয়া সেইসব ভিডিওগুলিকে দেখে রীতিমতো চমকে যান সকলেই। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

মাত্র কয়েক সেকেন্ডের এদিক-ওদিকেই যে কত বড় বিপদ ঘটতে পারে তা স্পষ্ট হয়ে উঠেছে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে। পাশাপাশি, নিশ্চিত মৃত্যুর হাত থেকেও বেঁচে ফিরতে দেখা যায় এক ব্যক্তিকে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ঝড়ের গতিতে আসা রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ে গিয়েছিলেন এক বাইক আরোহী।

অবস্থা বেগতিক দেখে নিজের বাইক ফেলেও পালানোর চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। কিন্তু উঠে দাঁড়ানোর আগেই দুরন্ত গতিতে চলে আসে সুপারফাস্ট ট্রেন। যার ফলে ট্রেনের ধাক্কায় চোখের নিমেষে গুঁড়িয়ে যায় বাইকটি।

যদিও, শরীরে সামান্য চোট পেলেও কোনওমতে প্রাণে বেঁচে যান ওই বাইক আরোহী। আচমকাই ঘটা এই ঘটনায় চমকে যান সকলেই। পাশাপাশি, পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। নেট মাধ্যমে সেই ভিডিওই ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজের তারিখ অনুযায়ী জানা গিয়েছে যে, ঘটনাটি গত শনিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দুপুরে ঘটেছে।

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, রেল ক্রসিংয়ে গেট বন্ধ থাকা সত্ত্বেও লাইন পারাপার করছেন ওই বাইক আরোহী। হঠাৎ সেখানে ট্রেন এসে পড়ায় বাইকটি ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি একইরকমের আরও একটি ভিডিও জুড়ে দিয়েছিলেন তার সঙ্গে।

ওই জুড়ে দেওয়া ভিডিও-টিও একটি সিসিটিভি ফুটেজ। সেখানেও ঠিক ওই একই ধরণের দৃশ্য দেখা গিয়েছে। ২০২১-এর ২৪ জানুয়ারি ওই ঘটনা ঘটে রাজমুন্দ্রি স্টেশনের কাছে একটি রেল ক্রসিংয়ে। এক বাইক আরোহী ঠিক পূর্বে উল্লিখিত ঘটনার মতোই রেল গেট বন্ধ থাকা অবস্থায় রেল লাইন পার হতে গিয়েছিলেন।

আর তাঁর বাইকটিও একই ভাবে গুঁড়িয়ে যায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায়। যদিও একটু আগে সতর্ক হওয়ায় অক্ষত অবস্থায় বেঁচে যান চালক। এদিকে, এই দু’টি ভাইরাল হওয়া ভিডিও দেখার পর অনেকেই এই দুই বাইকারোহীর অতিরিক্ত তাড়াহুড়ো এবং বাস্তবজ্ঞানহীনতার সমালোচনা করেছেন।

পাশাপাশি, তাঁদের এই ঘটনার কড়া নিন্দা করেছেন সকলেই। তবে, অনেকেই রেলের অবহেলার প্রসঙ্গও উপস্থাপিত করেছেন। পাশাপাশি, নেটিজেনদের একাংশ ওই বাইক আরোহীরা ক্রসিংয়ে বাইক নিয়ে ঢুকলেন কী করে সেই প্রশ্নও তুলেছেন।

দেশের দ্রুতগতির ট্রেন গুলির মধ্যে অন্যতম একটি হল রাজধানী এক্সপ্রেস। এই এক্সপ্রেসের যাতায়াতকালে কিভাবে এই ঘটনা ঘটতে পারে তার উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর