ধৈর্য হারালেন রাকেশ টিকাইত, মঞ্চে থাকা এক ব্যক্তিকে মারলেন সপাটে চড়! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনে উস্কানিমূলক ভাষণ দিয়ে ইতিমধ্যে শিরোনামে উঠে এসেছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। আর এবার উনি নতুন একটি বিতর্ক সৃষ্টি করলেন। রাকেশ টিকাইত গাজীপুর বর্ডারে আজ সাংবাদিকদের সাথে কথাবার্তা চলাকালীন সেখানে উপস্থিত এক ব্যক্তিকে চড় মারেন। এরপর কৃষক নেতা ওই ব্যক্তিকে ধরে বারবার জিজ্ঞাসা করেন, কে তুই? টিকাইত ওই ব্যক্তিকে কলার ধরে টেনে ধরে রাখে। পরে সেখানে উপস্থিত বাকিরা কোনও ক্রমে ওই ব্যক্তিকে টিকাইতের হাত থেকে উদ্ধার করে।

সেখানে উপস্থিত জনতা ওই ব্যক্তিকে ধরে বিজেপির কর্মী হওয়ার অভিযোগ তোলে। এরপর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়ছে, না সেখানেই রাখা হয়েছে সেটা জানা যায়নি এখনো।

আরেকদিকে দুটি অন্য সংগঠন আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সাথে সাক্ষাৎ করে কৃষি আইনের বিরুদ্ধে দুমাস ধরে চলা আন্দোলন সমাপ্ত করার ঘোষণা করেছে।

BKU (একতা) এর সভাপতি হুকুম চন্দ্র শর্মা আর BKU (লোকশক্তি) এর সভাপতি ঠাকুর শেওরাজ ভাটি আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে সাক্ষাৎ করার পর এই আন্দোলন থেকে আলাদা হওয়ার ঘোষণা করেন। কৃষক নেতা ভাটি বলেন, প্রায় ৬০ দিন ধরে আমরা দলিত প্রেরণা স্থলে ধরনা দিচ্ছিলাম। আমরা সরকারের প্রোটোকল অনুযায়ী ধরনা দিচ্ছিলাম। কিন্তু এখন এই আন্দোলন দিশাহিন হয়ে গিয়েছে।

তিনি বলেন, কিছু সমাজ বিরোধী লাল কেল্লায় ঝাণ্ডা তুলেছে, যার ফলে দেশের মানুষের ভাবাঘেতে আঘাত লেগেছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে সমস্ত সমস্যা নিয়ে কথা হয়েছে, আগামী দিনেও সরকারের সাথে কথাবার্তা চলবে। শেওরাজ ভাটি কৃষক বলেন, আমরা আক্রমনাত্বক না। ৬০ দিন ধরে মানুষ ধরনায় বসে থাকলে এরকম হয়ে যায়। কৃষি বিলে কিছু ভুল আছে, সেটা সরকারের সাথে বসে আলোচনা করা হবে। জানিয়ে রাখি, গতকালও দুটি কৃষক সংগঠন এই আন্দোলন শেষ করার ঘোষণা করেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর