জনসভায় মঞ্চ থেকে পড়ে গেলেন রবি কিষান, ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ায় হাসির রোল

Published On:

viral video : জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও বিজেপি নেতা রবি কিষান (ravi kishan) এক প্রকাশ্য জনসভায় চেয়ারে বসতে গিয়ে পড়ে গেলেন। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।

গোরক্ষপুরে বিজেপি নেতা ছট পুজোর শেষ দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ভাইরাল ক্লিপটিতে দেখা যায় যে বিজেপি নেতাকে অনুষ্ঠানের কিছু আয়োজকরা গেরুয়া শাল পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। উপস্থিত জনগন আনন্দে হাততালি দিয়ে ওঠে।

এরপরেই নিজের আসন গ্রহন করতে যান রবি কিষান। দর্শকদের দিয়ে তাকিয়ে থাকায় চেয়ারটির অবস্থান তিনি ঠিকমতো বুঝতে পারেন নি। ফলে বসার সময় চেয়ারটি তার নীচে ছিল না। যার ফলে মঞ্চেই পড়ে যান তিনি।

সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে রবি কিষানের এই ভিডিওটি। নেটপাড়া ছেয়ে গিয়েছে মজার মজার কমেন্টে। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি নেটাগরিক দেখে ফেলেছে এই ভিডিও।

কিছুদিন আগেই যোগগুরু রামদেবের সাইকেন থেকে পড়ে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়। সেখানে বর্ষার পিচ্ছিল রাস্তায় সাইকেল নিয়ে কেরামতি দেখাতে গিয়ে পড়ে যান রামদেব।

 

X