বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ভারতের অন্যতম বৃহৎ অভয়ারণ্য কাজিরাঙায় (kaziranga) বাড়ছে বন্যার জল। এই মুহুর্তে বন দপ্তর সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে অভয়ারণ্যের প্রায় ৮০ শতাংশ এই মুহুর্তে জলের তলায়। মৃত্যু হয়েছে ৬৬ টি বন্যপ্রাণীর। এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক মর্মান্তিক ভিডিও। যেখানে আশ্রয়ের অভাবে রাস্তার ওপরেই ঘুমিয়ে পড়েছে এক গন্ডার।
কাজিরাঙার পানবাড়ি রেঞ্জটি একটু উঁচু বলে সেখানে বন্যার প্রভাব তেমন পড়েনি। বাকি অঞ্চলগুলিতে প্লাবনের চেহারা মারাত্মক। প্রাণের তাগিদে পশুরা উঠে আসছে জাতীয় সড়কে। হাতি,গন্ডার, হরিন সবই ঘুরে বেড়াচ্ছে জাতীয় সড়কে।
Wait-Watch-Go slowly
Applies both way
Few minutes of your patience could save many families 🙏
Respect and save Wildlife 🐾
PC – R.O, KNP#kazirangaflood #NH37 @ParimalSuklaba1 @KP24 @WWFINDIA @wti_org_india @iam_Pirai @ritupabanborah @SaikiaRohini @IfsKadam pic.twitter.com/Tx0DoR7W7o— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) June 30, 2020
প্রসঙ্গত, বন্যার সময় বাসস্থানের পাশাপাশি খাদ্যের সংকট দেখা যায়। প্রাণ বাঁচাতে গন্ডারের মত প্রাণী চলে যায় অন্যত্র। যা তাদের জীবনে ঝুঁকির কারন হয়ে দাঁড়ায়৷ একটি তথ্য বলছে এই বছর বন্যায় এখনো পপর্যন্ত ২৫ টি বন্যপ্রাণী মারা গিয়েছে৷
Don’t judge a book by its cover.
Rhinos can run at 50 Km/hr speed and they are good swimmers. @ParimalSuklaba1 @KP24 @RandeepHooda @SaikiaRohini @iam_Pirai @ritupabanborah @IfsKadam @rathinbarman pic.twitter.com/47vzqtSrmV
— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) July 8, 2020
পাশাপাশি প্রচুর প্রাণী মারা গিয়েছে গাড়িতে ধাক্কা খেয়ে৷ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণ সময়ে প্রাণীরা সময় ও করিডর ধরে চলাচল করলেও বন্যায় তা করে না। সেই জন্যই বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যানবাহনের গতি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনাঞ্চলে। লাগানো হয়েছে সিসিটিভিও।
HEAVEN ON EARTH named @kaziranga_ 🦏🐾🐘🦌🐃
A camp in Bagori Range @ParimalSuklaba1 @KP24 @wti_org_india @ifawglobal @RandeepHooda @thetoonguy @LadyIFSOfficers @iam_Pirai @IfsKadam @SaikiaRohini pic.twitter.com/DmYVMW7Aj9— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) July 3, 2020
কাজিরাঙা জাতীয় উদ্যান হল ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও নগাঁও জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্বের একশৃঙ্গ গণ্ডারের দুই-তৃতীয়াংশ এই জাতীয় অরণ্যে বাস করে।কাজিরাঙায় একটি সংরক্ষিত অঞ্চল আছে। এখানে বেঙ্গল টাইগারের ঘনত্ব বিশ্বে সবচেয়ে বেশি। ২০০৬ সালে এটি ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়েছে।
How Disciplined and Systematic!🐘
Respect WILDLIFE and their RIGHT OF WAY
At Hati Dandi corridor, Kaziranga National Park and Tiger reserve @iam_Pirai @ritupabanborah @rathinbarman #kazirangaflood #savewildlife pic.twitter.com/ZvjkPUynCW— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) June 29, 2020
এই জাতীয় উদ্যানে প্রচুর হাতি, বন্য জলমহিষ ও বারশৃঙ্গার পাওয়া যায়।এখানে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণ করা হয় বলে বার্ডলাইফ ইন্টারন্যাশানাল একে “গুরুত্বপূর্ণ পক্ষীক্ষেত্র” বলেও ঘোষণা করেছে।
Wild elephants cross the National Highway 37 @kaziranga_ without any hesitation due to decreased in number of vehicles . #COVID2019 #lockdown #wildlifepatrol. @ritupabanborah @rameshgogoi pic.twitter.com/alAwgfwlbg
— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) April 1, 2020
ভারতের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চলের তুলনায় বন্যপ্রাণী সংরক্ষণে কাজিরাঙার সাফল্য তুলনামূলকভাবে বেশি। পূর্ব হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পটের সীমান্তে অবস্থিত বলে এই উদ্যানে বহু বিচিত্র প্রজাতির সমাগম দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওটি অসমের ধুবড়ি জেলার বান্দার এলাকায় বাগরি রেঞ্জে। বন্যার কারণে কাজিরাঙার এই রেঞ্জ থেকে বেরিয়ে এসেছিল ওই পূর্ণবয়স্ক একশৃঙ্গ গণ্ডার। তারপর ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে এসে ঘুমিয়ে পড়ে সে। অবশ্য তার সেই ঘুমে ব্যাঘাত ঘটাতে চায়নি ড্রাইভাররা৷ যথাসম্ভব আস্তে ও শব্দ না করে চলেছে গাড়ি। দেখুন সেই ভিডিও
A rhino have strayed out near bandar dhubi area at Bagori Range yesterday and taking rest near NH37. The DRIVE OUT Operation is being carried out to guide the rhino to park. Our staffs along with @nagaonpolice are guarding the area. Drive Slow.@ParimalSuklaba1 @RandeepHooda pic.twitter.com/3avQXbqtHF
— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) July 18, 2020