বাংলাহান্ট ডেস্কঃ রবিন হুডের গল্প আমরা সকলেই জানি, যিনি বড়লোকদের কাছ থেকে টাকাকড়ি লুঠ করে বিলিয়ে দিতেন গরীবদের৷ কিন্তু যার কাছ থেকে লুঠ করা হল সাথে সাথে তাকেই ফিরিয়ে দেওয়া ডাকাতের গল্প শুনেছেন কোথাও? এমন টাই হল পাকিস্তানের করাচিতে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মুহুর্তের মধ্যে হয়ে গেল ভাইরাল (viral)।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।
এক মিনিটের ঐ ভিডিওতে দেখা যায়, একটি বাইকে চড়ে দুজন ডাকাত করাচিতে ডিউটিতে থাকা একজন ডেলিভারি বয়ের টাকা পয়সা ছিনতাই করে৷ কিন্তু মানুষটিকে কান্নায় ভেঙে পড়তে দেখে মন বদলে যায় ডাকাতদের। এরপরে তারা তার টাকাকড়ি ফিরিয়ে দেয় ও মানুষটিকে আলিঙ্গন করে বাইক নিয়ে চলে যায়।
পাকিস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ডাকাতরা প্রথমে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল এবং তাকে জড়িয়ে ধরেছিল। যাইহোক, শেষ পর্যন্ত তারা তাঁর ঐ ব্যক্তির টাকা-কড়ি ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নেয় এবং তাকে সান্ত্বনা দেয়।
এমন সহৃদয় ডাকাত সামাজিক মাধ্যমে কখনো দেখা গেছে কিনা জানা নেই৷ কিন্তু একথা হলফ করে বলা যায়, খারাপ কাজে প্রবৃত্ত হলেও ডাকাতদুটি অত্যন্ত নরম মনের। হয়তো পরিবেশ ও পরিস্থিতি তাদের এই পথে নিয়ে এসেছে।