৬০ ফুট লম্বা রোবট! জাপানের আবিষ্কার ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Published On:

Viral video: প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়।  তার মধ্যে বেশ কয়েকটি ভিডিও আধুনিক  টেকনোলজির। এবং সেই তালিকায় অবশ্যই আছে রোবট।

 জাপানের এক রোবটকে ঘিরে এই মুহুর্তে তোলপাড় নেটদুনিয়া৷ ৬০ ফুট উঁচু ও ২৫ টন ওজনের এই রোবটের ছবি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

ইয়াকোহামার গুন্ডাম কারখানায় তৈরি হয়েছে এই রোবটটি।একই নামের জাপানি অ্যানিমেটেড সিরিজের কাল্পনিক চরিত্র ‘গুন্ডাম’ রয়েছে। এটি তারই একটি রেপ্লিকা।

গুন্ডাম একটি খুব জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ যা ‘70 এর দশকে সম্প্রচারিত হত।  এটি জনপ্রিয় ট্রান্সফরমার সিরিজের পিছনে অনুপ্রেরণা বলে বিশ্বাস করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে এই বিশাল রোবটকে চলা ফেরা করতে দেখে অবাক হয়ে গেছেন নেটাগরিকরা। যেন কল্পনার জগত নেমে এসেছে বাস্তবের মাটিতে।

ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়ন নেটজনতা দেখে ফেলেছেন এই ভিডিওটি। ভিডিওতে রোবটটি হাঁটু মুড়ে বসতে,  উঠে দাঁড়াতে এমনকি আকাশের দিকে আঙুল তুলতেও দেখা যায়।

তুমুল ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে আছড়ে পড়েছে নেটিজেনদের ছোটবেলার নস্টালজিয়া। অনেকেই ফিরে যেতে চাইছেন শৈশবে।

জে নামের এক টুইটার ব্যাবহারকারীর মন্তব্য, ” এই তিন তলা বাড়ির সমান রোবট, ২০২০ এর অন্যতম সেরা জিনিস”

X