ঘোড়া বা মানুষ নয় রোবট টানছে রিক্সা, ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Published On:

Viral video : প্রতিদিন এগিয়ে যাচ্ছে বিজ্ঞান। এই মুহুর্তে সমস্ত গাড়িই রোবটের দ্বারা চালানোর চেষ্টা করছে বিজ্ঞান, বেশ কিছু ক্ষেত্রে সফল ও হয়েছে। আর চালক ছাড়া গাড়ি দেখে বারবার তাজ্জব হয়েছে নেট দুনিয়া। এমনই এক আবিষ্কার ফের নজর কাড়ল নেটদুনিয়ার। যেখানে রিক্সা টানছে এক স্বয়ংক্রিয় রোবট। তুমুল ভাইরাল সেই ভিডিও।

এটি এমন রিক্সা যা আপনি সম্ভবত আগে কখনও দেখেন নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি রোবট রিকশা টানছে। আমেরিকান স্পেশাল এফেক্টস ডিজাইনার এবং টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম স্যাভেজ একটি তিন চাকার যাত্রীবাহী রিক্সা টানতে একটি রোবট কুকুর পরীক্ষা করছে। ভিডিওটি বেশ কিছুদিন আগের হলেও সম্প্রতি তা তুমুল ভাইরাল হয়েছে।

অ্যাডাম সেভেজকে গাড়িতে উঠে রোবট কুকুর স্পটকে নির্দেশ দিতে দেখা যায়। স্পট আমেরিকান ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স ডিজাইন সংস্থা বোস্টন ডায়নামিক্স দ্বারা তৈরি করা একটি “চতুর মোবাইল রোবট”। যা নিজের পথ চিনে যেতে পারে।

ভিডিওটি পোস্ট করেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। ক্যাপশনে তিনি লিখেছেন, “ভবিষ্যতের রিকশা! একটি রোবট চালিত রিকশা গাড়ীর এই আশ্চর্যজনক প্রোটোটাইপটি দেখুন।” ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। রোবট চালিত রিক্সা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে তারই প্রতিফলন ধরা পড়েছে।

 

সম্পর্কিত খবর

X