স্যালুট! নিজের জীবন বিপন্ন করে মহিলার জীবন বাঁচালেন আরপিএফ জাওয়ান, দেখুন রোমহষর্ক সেই ভিডিও

Published On:

Viral video : মহারাষ্ট্রের (Maharashtra)  কল্যাণ রেলস্টেশনটির একটি ভিডিও প্রকাশ পেয়েছে, এই ভিডিওটি দেখে আপনি ভয় পেতে পারেন।  ভিডিওতে দেখা যাচ্ছে,  কীভাবে আরপিএফ জওয়ান বীরত্ব ও সাহসের  সাথে একটি মহিলার জীবন বাঁচায়। তুমুল ভাইরাল ভিডিওতে প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী।

নিজের জীবনের তোয়াক্কা না করে এই আরপিএফ জওয়ান যেভাবে একজন মহিলার জীবন বাঁচিয়েছিল, সে মানবতার অনন্য উদাহরণ ।  গোরখপুর থেকে মুম্বাইগামী গোদান এক্সপ্রেস শনিবার কল্যান স্টেশন থেকে ছাড়তেই স্টেশনে হইচই শুরু হয়ে যায়। ট্রেনে ওঠার সময় এক মহিলা পিছলে ট্রেন ও স্টেশনের মাঝের ফাঁকা অংশে পড়ে যান। তখনই এই বাহাদুর জাওয়ান মহিলাকে ধরে ফেলেন এবং তাকে প্ল্যাটফর্মে টেনে তোলেন।

জানা যাচ্ছে অর্চনা নামের ঐ মহিলার সাথে তার শিশুও ছিল। এস১১ কামরার সামনে আসতেই গাড়ি ছেড়ে দেয়। সে তার শিশুকে একজন অপরিচিত ব্যক্তির হাতে দিয়ে যখন নিজে ট্রেনে উঠতে যান তখনই তার পা পিছলে যায়৷ অন্যান্যরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নীচে ঢুকে যাচ্ছিলেন অর্চনা। তখনই আরপিএস সাব ইন্সপেক্টর পিএস নারওয়ার তার জীবন বাঁচায়।

 

এর আগেও বিজয় সোলাঙ্কি নামের এক রেল সুরক্ষা আধিকারিরক কল্যাণ স্টেশনে একই ভাবে  এক মহিলা যাত্রীকে ল প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে তাকে প্রাণে বাঁচিয়েছিলেন। পুলিশ সহ সুরক্ষা কর্মীদের একাধিক নেতিবাচক ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। তবে এই সুরক্ষা আধিকারিকরা বারে বারেই প্রমাণ করেন তারা সাধারণ মানুষের সুরক্ষার জন্য প্রাণ দিতেও প্রস্তুত।

X