কুকুরকে কামড় দিয়েছিলেন রুক্মিণী, প্রাণও হারায় চারপেয়ে! স্বীকারোক্তি দেবের বান্ধবীর! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কুকুর আমাদের কাছে অত্যন্ত স্নেহের একটি প্রাণী। তবে আবার মাঝেমধ্যে মানুষের ওপর আক্রমণ করতে কিংবা কামড় বসাতেও দেখা যায় কোন কোন কুকুরকে। তবে আপনি কি কখনো শুনেছেন যে, কুকুরের কামড়ানোর বদলে মানুষই তাকে কামড় বসিয়েছে! অবাক শোনালেও বাস্তবে এই ঘটনাটা ঘটিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা অভিনেতা দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। নিজ মুখেই স্বীকার করেন সেই ঘটনার কথা। বর্তমানে তাঁর সেই স্বীকারোক্তির ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে।

টলিউডে একের পর এক সুপারহিট মুভিতে অভিনয় করে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন রুক্মিণী মৈত্র। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব এবং তাঁর অভিনীত সিনেমা ‘কিশমিস’ আর মুভিটি পর্দায় মুক্তি পাওয়ার পরেই নায়িকার অপর একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটি আসলে 2017 সালে ‘অপুর সংসার’ নামক একটি টেলিভিশন শো-য়ের।

সেই সময় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় হোস্ট করতেন উক্ত শো-টি, যেখানে একাধিক জনপ্রিয় অভিনেতা থেকে গায়ক-গায়িকারাও হাজির হয়ে শেয়ার করে নিতেন তাঁদের জীবন কাহিনী। সেরকমই একদা ‘অপুর সংসারে’ হাজির হন দেব ও রুক্মিণী এবং সেখানেই তাঁর অদ্ভুত কর্মকাণ্ডের কথা নিজমুখেই স্বীকার করে নেন অভিনেত্রী।

শো চলাকালীন ‘কুকুরের’ প্রসঙ্গ উঠে আসতেই অভিনেত্রী বলেন, “আমাকে একবার একটি কুকুর কামড়ানোর জন্য এসেছিল, কিন্তু আমি তাকে উল্টে কামড়ে দি।” স্বভাবতই সেখানে উপস্থিত জনতা থেকে শুরু করে দেব এবং শাশ্বত, সকলেই অবাক হয়ে পড়েন। এরপর তাঁর কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি জানান, “একবার আমি আমার এক কাকার বাড়িতে গিয়েছিলাম। সঙ্গে আমার বাবা-মাও ছিল। সেই সময় সেখানে ‘বক্সি’ আমের একটি কুকুরও উপস্থিত ছিল। প্রাণীটি অ্যালসশিয়ান এবং পাহাড়ি কুকুরের মিক্সড প্রজাতি। সেই সময় বাবা-মায়েরা একটি রুমে ছিলো এবং আমরা ছোট ছেলেমেয়েরা অপর একটি ঘরে বসে খেলছিলাম। সেই সময় বৃহৎ আকারের কুকুরটি আমাকে দেখে বারবার ঘেউ ঘেউ করে উঠছিল, সেই কারণেই কাকা তখন ওকে একটি জানলার সঙ্গে বেঁধে রাখে।”

এরপর রুক্মিণী জানান, “হঠাৎ যখন আমি মায়ের কাছে যাওয়ার জন্য উঠতে যাই, তখনই বক্সি গলার চেইন ছিঁড়ে ফেলে আমার উপর এসে দাঁড়ায়। তবে তার উদ্দেশ্য কি ছিল, তা আমার পক্ষে জানা সম্ভব হয়নি কারন আমার বয়স তখন ছিলো মাত্র সাড়ে চার বছর। ফলে ও আমাকে কিছু করবে, তার আগেই আমি ওকে কামড় বসাই।” এরপর তিনি আরও বলেন, “এই ঘটনার পর আমাকে 14 টা ইনজেকশন নিতে হয় এবং পরবর্তীতে কাকা ফোন করে জানায় যে, কুকুরটি নাকি মারা গেছে!”

Rukmini Maitra

স্বভাবতই রুক্মিণীর এহেন কর্মকান্ডের কথা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে এবং এরপরেই হাসির ছলে শাশ্বত দেবকে সতর্ক থাকার পরামর্শও দেন।

Sayan Das

সম্পর্কিত খবর