বেতন ৪০ হাজার টাকা, অথচ সামান্য বানান লিখতে গিয়ে কালঘাম ছুটল মাস্টারের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সারা বিশ্বে কোথায় কি ঘটছে খুব সহজেই জানতে পারি আমরা। স্মার্টফোন কিংবা কম্পিউটারের একটা ক্লিকেই সমগ্র পৃথিবীর দরজা খুলে যায় আমাদের চোখের সামনে। যার দৌলতে বিভিন্ন ভাইরাল হওয়া ঘটনা পৌঁছে যায় আমাদের কাছে।

কখনও কখনও ভাইরাল হওয়া ওইসব ভিডিও আমাদের খুব আনন্দ দেয় আবার কখনও তা তুলে ধরে সমাজের কঠিন বাস্তবটাকেও! সেইসব ভিডিওই নতুন করে ভাবতে শেখায় সবাইকেই। পাশাপাশি, সমাজের অগ্রগতি কোন দিকে ঘটছে সেই দিকটাও পরিষ্কার হয়ে যায় সকলের কাছে। দিন কয়েক আগে ঠিক এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে হাজার হাজার টাকা মাইনে পাওয়া সত্বেও একটি সহজ বানান লিখতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে একটি সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। কেউ কেউ আবার নিজের ভুল ঢাকতে দিচ্ছেন সাফাইও!

জানা গিয়েছে যে, পাঞ্জাবের ঘাল্লুর একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন সেখানকার পরিদর্শক ইশা কালিয়া। স্কুলের পঠন-পাঠন খতিয়ে দেখতে আসেন তিনি। সেখানে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করার পাশাপাশি মানচিত্রে কোনটি কোন রাজ্য তা নিয়েও প্রশ্ন করেন তিনি। তবে, কিছু কিছু পড়ুয়া উত্তর দিলেও অধিকাংশ ছাত্র-ছাত্রীই ছিল নিরুত্তর। তবে, আসল ঘটনাটি ঘটে ঠিক তার পরেই। আর যা দেখে “চক্ষু চড়কগাছ” হয়ে যায় সকলের!

ছাত্র-ছাত্রীরা তো দূর, ওই স্কুলের প্রিন্সিপাল সহ শিক্ষক-শিক্ষিকারাই বলতে পারলেন না সহজ একটি বানান। পাশাপাশি, বানান বলতে না পারার অক্ষমতাকে ঢাকতে দেওয়া হল নানান রকম সাফাইও! প্রথমে স্কুলের প্রিন্সিপালকে বোর্ডে “গ্রামার” বানানটি লিখতে বলা হলে তিনি সেটি ভুল লেখেন। বারংবার ঠিক লিখেছেন কিনা জানতে চাওয়া হলেও তিনি ভুল বাননটিকে ঠিক বলেই চিহ্নিত করেন। পরে তাঁকে বানানটি ভুল জানানো হলে সাফাই দিতে দেখা যায় তাঁকে! শিক্ষাগত দিক থেকে তিনি বিএসসি, বিএড করেছেন বলেও জানিয়েছেন।

পাশাপাশি, ওই স্কুলের আরও একটি শিক্ষককে ওই একই বানান লিখতে দেওয়া হলেও তিনি ঠিক সেই ভুল করেন এবং বলেন যেহেতু, তিনি সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাই তিনি ইংরেজিতে অত্যন্ত দুর্বল। তারপর আরও অনেকেই লিখতে অক্ষম হন বানানটি! এদিকে, পুরো ঘটনাটি চাক্ষুস করে অবাক হয়েছেন পরিদর্শকও।

এই প্রসঙ্গে ওই পরিদর্শক বলেন যে, শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে তিনি কোনো রিপোর্ট না দিলেও ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে শিক্ষা পেতে পারে সেদিকে তিনি নজর দেবেন। পাশাপাশি পড়ুয়াদের মূল্যায়নের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

https://www.youtube.com/watch?v=-pBCygNHnes

প্রসঙ্গত উল্লেখ্য, “Living India News” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৪৯ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে স্বাভাবিকভাবেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পাশাপাশি, আমাদের দেশে সরকারি স্কুলের পড়াশোনা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার স্পষ্ট ধারণা এই ভিডিও থেকে পাওয়া যাচ্ছে বলেও মনে করেছেন নেটিজেনদের একাংশ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর