বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের প্রতিটি প্রান্তেই কার্যত চমকের শেষ নেই! এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতিই চমকে দেয় সবাইকে। পাশাপাশি, এই ঘটনাগুলি এতটাই বিরল হয় যে, এগুলিকে রীতিমত বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, অদ্ভুত এই ঘটনাগুলির কারণ খুঁজতে গিয়ে রীতিমত কালঘাম ছুটে যায় বিজ্ঞানীদেরও।
সম্প্রতি সেই রকমই এক অবাক করা প্রসঙ্গ সামনে এসেছে। আর তা দেখে শোরগোল ফেলে দিয়েছেন সকলেই। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে একটি গাছের কোটর দিয়ে তীব্র স্রোতে অনবরত জল বেরিয়ে আসছে। আর এই দৃশ্য দেখেই হতবাক হয়েছেন নেটাগরিকরা।
গাছ থেকে বেরিয়ে আসছে জল:
জানা গিয়েছে যে, এই ঘটনাটি দেখা গিয়েছে দক্ষিণ-পূর্ব ইউরোপের মন্টিনিগ্রোতে। সেখানে একটি একটি তুঁত গাছ থেকে নিরবিচ্ছিন্ন ভাবে জল বেরিয়ে আসতে দেখা যায়। এদিকে, অনেকেই এই ঘটনাটিকে অবিশ্বাস করার পাশাপাশি, ভিডিওটিকেও ভুয়ো বলে মনে করেছিলেন। যদিও, শেষে ভুল ভাঙে তাঁদের।
এমনকি, জানা গিয়েছে, গাছ থেকে জল বের হওয়ার এই বিরল ঘটনা প্রথমবারই ঘটেনি! বরং, প্রতি বছরই এখানে এই দৃশ্য পরিলক্ষিত হয়। মূলত, এই গাছের ছাল থেকে এক-দুই দিন অনবরত জল বেরোতে থাকে বছরের একটি নির্দিষ্ট সময়ে।
এদিকে, সংশ্লিষ্ট ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে যে দৃশ্যটি দেখা গিয়েছে সেটি মন্টিনিগ্রোর রাজধানী পডগোরিকাতে অবস্থিত ডায়ানাসা নামের একটি গ্রামের। তবে, এই বিরল ঘটনা ঘটার পেছনে একটি কারণও প্রাথমিকভাবে খুঁজে পাওয়া গিয়েছে। মূলত, পডগোরিকার ডায়ানাসা গ্রামে একাধিক জলের ধারার উৎপত্তি ঘটেছে। এগুলি একটি ছোট ঝর্ণার মত বেরিয়ে আসে। যখন ওই এলাকার বরফ গলে যায় বা বহু জায়গায় বৃষ্টি হয়, তখন জলের “ওভার ফ্লো” শুরু হয়।
এদিকে, ওই তুঁত গাছের নিচেও ওই ঝর্ণার কিছু অংশ প্রবাহিত হতে থাকে এবং যখন জল উপচে পড়ে তখন চাপের কারণে জলের একটি অংশ গাছের নিচ থেকে সেটিকে ফাঁপিয়ে দিয়ে ফাঁকা অংশের মাধ্যমে বেরিয়ে আসে।