বীরেন্দ্র সহবাগের বাড়িতে হামলা, ভিডিও শেয়ার করলেন আতঙ্কিত প্রাক্তন ক্রিকেটার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বীরেন্দ্র সহবাগ (virender sehwag), ব্যাট হাতে বাইশ গজে তিনি দাঁড়ালে বিশ্বের অনেক তাবড় তাবড় বোলারের রাতের ঘুম উড়ে যেত। মাঠ থেকে রিটায়ার করার পর প্রতিপক্ষকে এখনো এক ইঞ্চিও জমি ছাড়েন না নফজগড়ের নবাব। এহেন বীরেন্দ্র সহবাগের বাড়িতে হামলা হল, আর সেই হামলার ভিডিও (video) পোস্ট করলেন বিধ্বংসী ওপেনার।

সহবাগের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তার বাড়িতে আক্রমণ করেছে পঙ্গপাল। শনিবার গুরগাও এর বেশ কিছু অংশে আচমকাই হানা দেয় পঙ্গপাল। তারই ভিডিও আপলোড করে সহবাগ লেখেন,  ‘‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির উপরে #hamla।” স্বভাবতই এই ভিডিও পোস্ট হতেই অনুরাগীরা তাকে অনেক পরামর্শ দিয়েছেন। মুহুর্তে এই ভিডিওটি হয়ে গিয়েছে ভাইরাল।

https://www.instagram.com/p/CB7ejNPAJtJ/?igshid=sov5hxn9ভুক

প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল পঙ্গপালের বিশাল দল। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। আতঙ্কে হরিয়ানা, মধ্যপ্রদেশের চাষীরাও। ইতিমধ্যে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভারত—পাক সীমান্তে সামনের মাসেই আট হাজার কোটি পঙ্গপালের জন্ম হতে পারে। বর্ষাকালে ভারতের স্যাঁতসেঁতে পরিবেশে পঙ্গপাল ডিম পারে, আগামী জুনেই ভারত পাক সীমান্তে নিজেদের দলে নতুন ৮ হাজার কোটি সদস্য যোগ করে নিতে পারে তারা।

সেই পঙ্গপাল হামলা একটু স্তিমিত হতেই রাজধানী দিল্লির উপকন্ঠে বেশ কিছু অংশে পঙ্গপালের দেখা পাওয়া গিয়েছে গতকাল। যা নিয়ে আতঙ্কিত কৃষক ও সাধারন মানুষ। তাদেরই একজন ভারতের প্রাক্তন এই ডানহাতি বিধ্বংসী ওপেনার৷

 

সম্পর্কিত খবর

X