ভাইরাল ভিডিও: পাক সীমান্তে জমিয়ে ভাংড়া নাচ ভারতীয় সেনাদের, শেয়ার করলেন সহবাগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : সদা দেশের সুরক্ষায় নিবেদিত প্রাণ ভারতীয় সেনার (indian army) জীবন কতটা কষ্টকর তা সকলেই জানে। কখনো রাজস্থানের ৫০ ডিগ্রির বেশি গরমে, কখনো বা সিয়াচেনের হিমাঙ্কের থেকে ৫০ ডিগ্রি নীচে তাপমাত্রায় তাদের কর্তব্য পালন করতে হয়৷

শীত, গ্রীষ্ম, বর্ষা, বরফ কিছুই তাদের জীবনের লক্ষ্য থেকে পিছু হটাতে পারে না। আবার এই কঠিন জীবনের মধ্যেও তারা প্রাণশক্তিতে ভরপুর। এবার সেই অপূর্ব প্রাণ শক্তির আরো এক ভিডিও হয়েছে ভাইরাল (viral video)

ভারতের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সহবাগের শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, পাকিস্তান সীমান্তে তিনজন ভারতীয় জাওয়ান জনপ্রিয় পাঞ্জাবি গানে অসাধারণ ভাংড়া নাচছেন। লক্ষ এর বেশি লাইক নিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে। ক্যাপশনে ভারতের প্রাক্তন ওপেনার এই সেনা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ” সৈন্যরা ভারত-পাক সীমান্তের কোথাও ভাংড়া নাচ করে আনন্দ করছেন। সেনাদের এই আনন্দ এবং অপূর্ব শক্তি দেখতে ভীষন সুন্দর। জয় জওয়ান!”

ভাইরাল ভিডিও টিতে উপচে পড়েছে কমেন্ট। নেটিজেনেরা সকলেই প্রশংসায় পঞ্চমুখ এই জাওয়ান দের। অনেকেই বলছেন, কঠিন পরিস্থিতি তে কিভাবে জীবনের রসদ জোগাড় করে নিতে হয় সেই পথ দেখাচ্ছেন সেনারা।

কিছুদিন আগে সেহবাগের শেয়ার করা অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সম্ভবত কাশ্মীর বা হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের কোনো এক পাহাড়ে কর্তব্যরত এক জাওয়ানের জন্মদিন পালন হতে। তুষার জমিয়েই কেক বানানো হয়েছে জাওয়ানের জন্য। যা কেটে তিনি ও তার বন্ধুরা ভীষণই আনন্দিত।

 

সম্পর্কিত খবর

X