বাংলা সিনেমায় সাপের কান্না মনে পড়ে? এবার বাস্তবে সাপের হাসি দেখে অবাক নেটদুনিয়া! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আপনাদের বিখ্যাত বাংলা সিনেমা ‘রাজার মেয়ে পারুল’-এর কথা নিশ্চয়ই মনে আছে! যেখানে সিনেমার পর্দায় একটি সাপকে কাঁদতে পর্যন্ত দেখা গিয়েছিল। পরবর্তীকালে সেই দৃশ্য নিয়ে যথেষ্ট মিমের বন্যাও বয়ে যায়। একাধিক মানুষ সোশ্যাল মিডিয়ার প্রশ্ন করতে থাকে যে, কিভাবে একটি সাপের চোখ থেকে জল পড়তে পারে! তবে এ তো গেল সিনেমার কাহিনী, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়ে চলেছে, তাতে সাপ সম্বন্ধিত এমন এক দৃশ্য উঠে এসেছে যা আপনাদেরকে হতভম্ব করে তুলবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে একাধিক সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা কখনো বেশ মজাদার হয় তো আবার কখনো সেগুলি এতটাই ভয়ঙ্কর হয় যে এক মুহুর্তে তা সকলকে চমকে দেয়। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওয় একটি সাপকে হাসতে দেখা গিয়েছে। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এহেন ঘটনাই ঘটেছে; তবে এর পিছনে কারণ কি?

snake._.world নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওট ভিডিওর প্রথম অংশে সাদা রঙের একটি বৃহদাকার সাপকে দেখা যায়। স্বভাবতই, ভিডিওর প্রথমে ভয়ঙ্কর এই সাপটিকে দেখে বহু সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু হঠাৎই দেখা যায় সাপটির নজর পড়ে ক্যামেরার দিকে এবং আচমকাই ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ওঠে সে। এই দৃশ্য দেখেই অবাক হয়ে যায় সকলে।

ভিডিও পরবর্তী অংশে তাকে চলাফেরা করতে দেখা যায়। ভিডিওয় প্রাণীটির মাথায় মাশরুম ধরনের একটি জিনিসও লক্ষ্য করা যায় যা তার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তোলে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় এবং সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট করে ভালোবাসা উজার করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর