Viral video :উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমির (sribhumi Sporting) । প্রতিবছরই এই পুজো নিত্যনতুন থিমে চমক দেয় প্যান্ডেল হপারদের। স্বাভাবিকভাবেই পুজোর কটা দিন শ্রীভূমির প্যান্ডেলে উপচে পড়ে ভিড়। করোনা আবহে দ্বিতীয়াতেই দেখা মিলল শ্রীভূমির সেই চেনা ভিড়ের। তুমুল ভাইরাল হল ভিডিও
কলকাতার করোনা সংক্রমণ শীর্ষে উঠেছে। শেষ কয়েকদিন অনেকটাই বেড়েছে সংক্রামিতের সংখ্যা। কিন্তু সে দিকে যে খেয়াল নেই পুজো প্রেমী বাঙালির তা ফের একবার প্রমাণ হল দ্বিতীয়াতেই। ঠাকুর দেখতে উপচে রাস্তায় নামল হাজার হাজার মানুষ। আর তার ফলেই শিকেয় উঠল সামাজিক দূরত্ব।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং এর সামনে বিরাট জনসমাগম হয়েছে। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে সেই ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকটি শিশুকেও। তারা বাবা মায়ের হাত ধরে এসেছে পুজো প্যান্ডেলে। যা দেখে বেজায় চটেছেন নেট পাড়ার অধিবাসীরা।
ঋষভ হালদার নামে এক নেটিজেন পোস্ট করেছে সেই ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্বিতীয়ার শ্রীভূমি । কোভিড ১৯ কে বুড়ো আঙুল দেখিয়ে 🙂RIP corona’। ফেসবুকে পোস্ট হতেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে এই নিয়ে।
প্রত্যেকেই এই দ্বায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য পুজো আবার আসবে কিন্তু এই মুহুর্তে সংক্রমণ ঠেকানোটা অত্যন্ত বেশি জরুরি। অন্যদিকে আজ তৃতীয়া থেকেই কলকাতার পুজো পরিক্রমা শুরু করার অনুমতি দিয়েছে সরকার। তার আগে শ্রীভূমির এই ভিড় দেখে শিউরে উঠছেন সকলেই।