বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতে সংগীত জগতে নেমে আসে শোকের ছায়া যখন কলকাতায় অনুষ্ঠান করতে এসে আচমকাই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। বর্তমানে কিছুতেই যেন এই মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর অসংখ্য ফ্যানেরা, তবে এ শোক মাঝেই কেকে-র মৃত্যু নিয়ে উঠে গিয়েছে বেশ কিছু প্রশ্ন। সংবাদ মাধ্যম সূত্রে প্রথমে জানা যায় যে, অনুষ্ঠান শেষ করে হোটেলের ফিরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী এবং এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু আদতে কি তাই? নাকি তাঁর মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য?
যদিও এ সম্পর্কে কোন কিছুই স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে বর্তমানে ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, গতকাল নজরুল মঞ্চে যেখানে অনুষ্ঠান করছিলেন কেকে, সেখানে আচমকাই অগ্নিনির্বাপক যন্ত্র চালিয়ে দেওয়া হয় আর তা থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই গ্যাসের কারণে অসুস্থতা অনুভব করেন সংগীতশিল্পী?
রহস্যের এখানেই শেষ নয় আরও বেশ কিছু ভিডিও পোস্ট করে নজরুল মঞ্চ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি সামনে আনা হয়। এসকল ভিডিওয় কেকে-কে বারংবার তোয়ালে দিয়ে ঘাম মুছতেও দেখা যায়, এমনকি স্টেজে স্পটলাইট পর্যন্ত নিভিয়ে দিতে বলেন তিনি। পরবর্তীতে অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন স্টেজ ছেড়ে বেরিয়ে যান কেকে, সেই মুহূর্তে তাঁর চোখে মুখে একটা অস্বস্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। এর থেকেই একাংশের ধারণা, মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন এই গায়ক।
সংবাদমাধ্যম সূত্রের খবর, অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পরই কেকে-র শরীর আরো অবনতির দিকে যায়। এরপর সেই অসুস্থতা আরো বাড়লে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্ত পাঠানো হয়েছে বলে খবর। সঙ্গীতশিল্পীর এই মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগত থেকে অন্যান্য একাধিক মহলে। তবে তাঁর এই মৃত্যুর পেছনে সত্যিই কোনো অস্বাভাবিক কারণ লুকিয়ে রয়েছে কিনা, আপাতত সেদিকে তাকিয়ে সকলে।