ঠিক যেন শ্রবণ কুমার! বৃদ্ধ বাবা-মাকে কাঁধে চাপিয়ে তীর্থযাত্রায় ছেলে, মন ছুঁয়ে যাবে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের কাছেই তাঁদের বাবা-মা (Parents) হলেন সাক্ষাৎ ভগবান। পাশাপাশি, তাঁদের আশীর্বাদ সঙ্গে থাকলে অসাধ্য সাধনও করা সম্ভব। এমতাবস্থায়, মা-বাবার আশীর্বাদ এবং ভালোবাসায় পরিবেষ্টিত হয়ে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। এমনিতেই, প্রত্যেক পিতা-মাতা তাঁদের সন্তানদের সযত্নে বড় করে তোলেন। একটা সময়, সন্তানদেরও বাবা-মায়ের প্রতি যত্ন নেওয়ার সুযোগ আসে। বর্তমান সময়, যখন প্রায়শই আমরা বৃদ্ধ বাবা-মার প্রতি সন্তানদের অবহেলা অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মত ঘটনা শুনতে পাই ঠিক সেই আবহেই এক মন ভালো করার দৃশ্য এবার সামনে এল।

পাশাপাশি, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে বৃদ্ধ বাবা-মাকে কাঁধে নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছেলে। আর এই দৃশ্য দেখেই ভিডিওটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময় আমরা দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাতে পছন্দ করি। কারন সেখানে বিভিন্ন সাম্প্রতিক ঘটনার আপডেটের পাশাপাশি পাওয়া যায় একাধিক মজাদার সব পোস্ট এবং তৎসহ মেলে মনোরঞ্জনের জন্য ভাইরাল হওয়া ভিডিও। সেইসব ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও মাঝে মাঝে উপস্থিত হয় যেগুলি ছুঁয়ে যায় সকলের মন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনা ব্যতিক্রম ঘটে নি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, এক ব্যক্তি সদ্য শুরু হওয়া কানওয়ার যাত্রার উদ্দেশ্যে যাওয়ার জন্য তাঁর বাবা-মাকে কাঁধে নিয়েই পাড়ি দিয়েছেন। একদিকে মা এবং এক দিকে বাবাকে সঙ্গে করে তিনি অবলীলায় হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আর এভাবেই বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি।

এমতাবস্থায়, এই চমকপ্রদ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন IPS অশোক কুমার। পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, “আজকাল, বৃদ্ধ বাবা-মাকে তুচ্ছ করা হয়। এমনকি, তাঁদের বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। আবার অনেকক্ষেত্রে তাঁদের একসাথে রাখা হয়না। অথচ আজ দেখা গেল উল্টো চিত্র। লক্ষ লক্ষ শিব ভক্তের মধ্যে শ্রাবণ কুমার রয়েছেন, যিনি তাঁর বৃদ্ধ পিতা-মাতার সাথে কানওয়ার যাত্রায় এসেছেন। আমার প্রণাম!”

এদিকে, বর্তমানে এই ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা। পাশাপাশি, ভিডিওটি পছন্দও করছেন সকলে। সর্বোপরি, এই দৃশ্য মন ছুঁয়ে গেছে নেটাগরিকদের। যার ফলে তাঁরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “এই দৃশ্য দেখে যতই প্রশংসা করি না কেন তা কম হবে।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “এমন সন্তানকে কুর্ণিশ জানাই”। এক কথায়, ভিডিওটি তুমুল শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর