ব্রিটেনের মাটিতে সুরের যাদুতে মুগ্ধ করল ভারতের মেয়ে, ভাইরাল ভিডিও শেয়ার করলেন এ.আর.রহমান

viral video:  সৌপার্নিকা নায়ার (souparnika nair), ব্রিটিশ মাটিতে সুরের যাদু ছড়ানো এক রত্তি ভারতীয় মেয়ে। ব্রিটেনস গট ট্যালেন্টে তুমুল প্রশংসিত এই মেয়েটির গানের গলা চমৎকৃত করেছে নেটদুনিয়াকে। প্রখ্যাত সংগীত পরিচালক এ.আর রহমানও তার গানের ভূয়সী প্রশংসা করেছেন। তার জন্য ভোট চেয়েছেন শশী থারুরও।

images 2020 10 03T212809.752

তার বাবা-মা বিনু নায়ার এবং রেনজিথা ২০১৪ সালে কেরালা থেকে ব্রিটেনে পাড়ি দেন। তবে তার সংগীত শিক্ষা শুরু হয়েছিল তার আগেই।  দু’বছর বয়স থেকেই সে তালিম নিতে শুরু করে। তার বাবা-মা জানতেন যে সংগীতে তাঁর জন্মগত প্রতিভা রয়েছে।

গত তিন বছর ধরে সে আরো নির্ভুল করেছে নিজেকে। আনন্দের সাথে সে জানায় “আমি একটি বড়দিনের নাটকে একক গান গেয়েছিলাম। আমি যখন আট-নয় বছর বয়সে সংগীত উত্সবগুলিতে অংশ নিয়েছিলাম এবং এর মধ্যে কয়েকটিও জিতেওছিলাম “

ব্রিটেন্স গট ট্যালেন্ট অনুষ্ঠানের সেমিফাইনালে তার গান বিচারকদের মুগ্ধ করে দিয়েছিল। প্রখ্যাত রাজনীতিবিদ শশী থারুরও তার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি তার জন্য তিনি টুইট করে ভোটও চেয়েছেন।

ভারতের এই মুহুর্তে অন্যতম সেরা সংগীত প্রতিভা এ.আর রহমানও তার গানের ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। মালায়ালাম সুপারস্টার মোহনলাল তাকে একটি ভয়েস বার্তা প্রেরণ করে জানিয়েছিলেন যে কীভাবে তিনি ভারত এবং বিশেষত কেরলকে গর্বিত করেছেন।

ব্রিটেন হোক বা ভারত এই মুহুর্তে ভারতের এই মেয়ে নেটাগরিকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তার গানের প্রতিটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেখে নিন তারই এক ঝলক


সম্পর্কিত খবর