বিশাল মাকড়সা গিলে খাচ্ছে আস্ত পাখিকে, ভাইরাল হল ভয়ানক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল (viral) হচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া পোস্ট গুলির মধ্যে যেমন কিছু পোস্ট আমাদের আনন্দ দেয়। তেমনই অনেক ভাইরাল ভিডিও (viral video) দেখে আমরা শিউরে উঠি। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল তেমনই এক ভয়ের ভিডিও। যা দেখে শিউরে উঠছে নেটপাড়া।

images 2020 09 07T130245.441

আমাদের চারপাশে আমরা সবাই কম বেশি মাকড়সা দেখে থাকি। আট পা যুক্ত এই প্রানী বাসা বাঁধে মানুষের কাছাকাছিই। লালার নিখুঁত জাল বুনে শিকার করে কীটপতঙ্গ।  কিন্তু পৃথিবীতে সব মাকড়সা আমাদের চারপাশে দেখতে পাওয়া মাকড়সার মত আপাত নিরীহ নয়। তারা রীতিমতো ভয়ংকর। এমনই একটি প্রজাতি টারান্টুলা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক কালো ভয়ংকর মাকড়সাকে। বিশাল এই মাকড়সার সাড়া শরীর রোমে ঢাকা। ভিডিওতে আস্ত এক পাখিকে গিলে খাচ্ছে মাকড়সাটি। পাখির মাথাটি তার মুখের ভিতর। সম্ভবত মাকড়সার ভয়ানক বিষের প্রভাবে ইতিমধ্যেই পাখিটি মৃত।

বিশালাকার ও ভয়ানক টারান্টুলা পরিবারের সদস্য এই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া এই মাকড়সা কীটপতঙ্গ এর পরিবর্তে শিকার বানায় ইঁদুর ও পাখিদের। সাধারণত লতা ও গুল্মে বাস করা এই মাকড়সাগুলি দেখতে অত্যন্ত ভয়ংকর।

https://twitter.com/AmazingScaryVid/status/1301030145529016320?s=19

সম্পর্কিত খবর