বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাঠবিড়ালিটি একটি মানুষের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এবং মানুষটি কাছ থেকে ঠিক মানুষের মত করেই জল চাইছে। জনৈক মানুষটি বোতলের ঢাকনা খুলে কাঠবেড়ালিটির মুখে ধরার সাথে সাথেই ঢক ঢক করে সে এক নিঃশ্বাসে অনেকখানি জল খেয়ে নেয়। যা দেখে স্পষ্ট বোঝা যায় তার খুন জল তেষ্টা পেয়েছিল।
আই.এ.এস কর্মকর্তা অবনীশ শরণ তার টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি ভাগ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এত সুন্দর ভিডিও আমি আর কখনও দেখিনি, এটি হোয়াটসঅ্যাপে পেলাম’। পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
কাঠবেড়ালির মিষ্টি এই আবদার দেখে অনেক নেটিজেনই খুব আনন্দ পেয়েছেন। যদিও অনেকেই বলছেন যে জলের এতখানিই অভাব যে একটি ছোট কাঠবেড়ালিকে পর্যন্ত জল চাইতে হচ্ছে। দেখে নিন ভাইরাল ভিডিওটি
I have never seen such a beautiful video.
VC: Whatsapp pic.twitter.com/CbKjQlePH4— Awanish Sharan
(@AwanishSharan) July 17, 2020