বদ্ধ ঘরে উদ্যাম নাচ, কার সঙ্গে কোমর দোলালেন শ্রীলেখা? ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ জনপ্রিয় টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । নিত্যদিন নানান রকম কাহিনী তিনি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। কখনও নেটিজেনদের কাছে পান প্রশংসা তো কখনও আবার পড়েন বিতর্কের মুখে। আর এবার বন্ধ ঘরে অল্প বয়সী যুবকের সঙ্গে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী।

বর্ষা এসেছে রাজ্যে। সারাদিন মুখ ভার আকাশের। মাঝেমধ্যেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। এই পরিস্থিতিতে ঘরবন্ধী অনেকেই। ঘরবন্দী শ্রীলেখা মিত্রও। তবে তাঁর দিনগুলি অবশ্য বোরিং যাচ্ছে না। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা খুব সহজেই বুঝে যাওয়া যাবে।

Sreelekha Mitra

সম্প্রতি অল্প বয়সী এক যুবকের সঙ্গে হিট গানে বন্ধ ঘরে নাচলেন শ্রীলেখা। অভিনেত্রীর নাচ দেখে মোবাইল থেকে চোখ সরাতে পারছেন না নেটপাড়ার অনেকেই। কোন সমালোচনা নয় বরং ষাটের দশকের ‘ আজকাল তেরে-মেরে প্যায়ারকে চর্চে হার জাবান পর’ হিট গানে নাচ করে নেটনাগরিকদের প্রশংসা কুড়ালের অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেল কমেন্ট বক্সে। কেউ লিখলেন, ‘অল্প বয়সী তরুণী লাগছে’। অন্য আরেকজন লিখেন, ‘এটা সত্যিই দারুণ’। কারোর কথায়, ‘ওল্ড ইজ গোল্ড’। ভিডিওতে ঘরোয়া পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। খোলা চুল নো মেকআপ লুক।

অভিনেত্রীর সঙ্গে যে যুবককে দেখা গিয়েছে তিনিও ছিলেন ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টে। যদিও ওই যুবক কে সেই পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নাচের ভিডিও। কখনও মেয়ের বান্ধবীদের সঙ্গে নিজের ফ্ল্যাটেই নেচেছেন অভিনেত্রী। তো কখনও আবার নেচেছেন একা একাই।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও দারুন পরিচিত শ্রীলেখা। খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘পারিয়া’। অভিনেত্রী বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। আপাতত কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। তবে মাঝে একটু সময় সুযোগ পেলেই করে ফেলছেন নৃত্য চর্চা।

additiya

সম্পর্কিত খবর