Viral Video- ‘হাম্বা’ লিখে সাহিত‍্য আকাদেমি! ‘কবি’ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কবিতা পাঠ করে শোনালেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার সকালে ফেসবুক খুলতেই হোঁচট খেল নেটিজেনরা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) কবিতা পাঠ করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। খুব মন দিয়ে কবিতা দুটো পড়ে তাঁর দাবি, এর গূঢ় অর্থ রয়েছে। ‘কবি’ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের লেখা কবিতা পাঠ করতে পেরে তিনি আপ্লুত।

ব‍্যাপারটা কী? কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পাওয়ায়, তাঁর পুরস্কার প্রাপ্ত ছবি চলচ্চিত্র উৎসবে স্থান না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন শ্রীলেখা। সরাসরি আঙুল তুলেছিলেন তৃণমূল সরকারের দিকে। করেছিলেন লবিবাজির অভিযোগ।

IMG 20220510 123220
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন‍্য কোনো অজ্ঞাত কারণ আছে? তৃণমূল সরকার কী প্রতিহিংসাপরায়ণ মাইরি!’ আর এখন তাঁর কণ্ঠেই তৃণমূল সুপ্রিমোর লেখা কবিতার স্তুতি!

mamata cm 1
ব‍্যাপারটা আর কিছুই না। অতি সম্প্রতি বাংলা সাহিত‍্য আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর পদ সামলেও ‘নিরলস সাহিত‍্য চর্চা’র জন‍্য সম্মানিত হয়েছেন তিনি। মুখ‍্যমন্ত্রীর লেখা ‘কবিতাবিতান’ কাব‍্যগ্রন্থের জন‍্য বাংলা সাহিত‍্য আকাদেমি পুরস্কার পেয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এরপরেই একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখার প্রশ্ন, ‘কে বলে বাঙালি শুধু রবীন্দ্রনাথের কবিতা পড়ে?’ কবি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দুটি কবিতা পড়ার চেষ্টা করবেন তিনি। যদি কোনো ভুল হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে দিতে। মুখ‍্যমন্ত্রীর লেখা ‘এপাং ওপাং ঝপাং’ এবং ‘হাম্বা’ কবিতা দুটি পড়ে শুনিয়েছেন শ্রীলেখা। যদি অনুরাগীদের ভাল লাগে তাহলে নিয়মিত কবিতা পড়বেন বলে জানিয়েছেন তিনি।

মুখ‍্যমন্ত্রীর কবিতাবিতান এর জন‍্য সাহিত‍্য আকাদেমি পুরস্কার পাওয়ায় সোমবার থেকেই হাসি, মশকরার ঢল বিভিন্ন মহলে। বিরোধীরা তো কটাক্ষ করেইছেন, সেই সঙ্গে নেটপাড়াতেও মিমের ছড়াছড়ি। শ্রীলেখার ঘটা করে কবিতা পাঠের নেপথ‍্যেও যে অন্তর্নিহিত খোঁচাটা রয়েছে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর