বাংলা হান্ট ডেস্ক: শিক্ষক-শিক্ষিকাদের সাথে পড়ুয়াদের সম্পর্ক হয় সবসময় চিরন্তন। একদম প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের জীবনগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। আর যে কারণে পিতা-মাতার পরই স্থান দেওয়া হয় তাঁদের। পাশাপাশি, শিক্ষার্থীরাও সমীহ করে তাদের শিক্ষক-শিক্ষিকাকে। যুগের পর যুগ ধরে এই রেশ বজায় রয়েছে।
এদিকে, বর্তমান সময়ে আমরা মাঝে মাঝেই নেটমাধ্যমের দৌলতে এমন কিছু ডিভিও দেখতে পাই যেখানে পড়ুয়াদের সাথে এক্কেবারে অন্যরকম ভূমিকায় দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের। আর যে কারণে ওই ভিডিওগুলি তুমুল ভাবে ভাইরাল হয় নেটমাধ্যমে। সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একজন শিক্ষিকাকে ক্লাসের মধ্যেই নাচের তাল শিখিয়ে দিচ্ছে ছাত্রী। এমনকি, সেই শিক্ষিকা রীতিমত নকলও করতে থাকেন তাকে। আর এই মন ভালো করা ভিডিওটিই তোলপাড় করছে নেটমাধ্যম।
প্রসঙ্গত উল্লেখ্য, এখনকার যুগে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। আর সেখানেই মেলে একাধিক কন্টেন্টের সব বিরল ভিডিও। যেগুলি ভাইরাল হওয়ার সুবাদে পৌঁছে যায় সবার কাছে। তবে, সেগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যা সত্যিই মানুষের মন ছুঁয়ে যায়। পাশাপাশি, তা পৌঁছে দেয় এক সামাজিক বার্তাও। বর্তমান ভিডিওটিতে ঠিক সেই ঘটনাই ঘটেছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ক্লাসের মধ্যেই এক ছাত্রী শিক্ষিকার সামনে গানের তালে নাচতে থাকে। সেই সময়ে সেখানে উপস্থিত ছাত্রীরা ওই শিক্ষিকাকেও নাচতে বলেন। আর তারপরেই তিনি তাঁর ওই খুদে ছাত্রীকে অনুকরণ করে নাচতে শুরু করেন। এদিকে, এই দৃশ্য দেখে বাকি ছাত্রীরা আনন্দে উদ্বেল হয়ে হাততালিও দিতে থাকে। ওই ছাত্রীকে নকল করে বেশ কিছুক্ষণ নাচতে থাকেন সেখানে থাকা শিক্ষিকা। এদিকে শিক্ষিকা এবং ছাত্রীর এই অসাধারণ নৃত্যের যুগলবন্দী দেখে আনন্দিত হয়েছেন নেটিজেনরাও।
Students love to be teachers. They love role reversal.
"मैम आप भी करो। मैं सिखाऊंगी।"English lang teaching followed by some Haryanvi music- A glimpse of the fag end of our school day.☺️💕#MyStudentsMyPride #DelhiGovtSchool pic.twitter.com/JY4v7glUnr
— Dr. Manu Gulati (@ManuGulati11) April 25, 2022
আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। মোট ৫০ সেকেন্ডের ভিডিওটি @ManuGulati11 নামের একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন, “শিক্ষার্থীরা শিক্ষক হতে ভালোবাসে।” এদিকে, এই মন ভালো করা ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা এবং লাইক। পাশাপাশি, নেটিজেনরা প্রতিক্রিয়াও জানিয়েছেন এটি দেখে। তবে, সকলেই ওই শিক্ষিকার এহেন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।