বাংলাহান্ট ডেস্ক : বর্ষা এলেই জলপ্রপাতগুলির সৌন্দর্য বৃদ্ধি পায়। তার উপর ভারী বৃষ্টি কম বেশী সব জলপ্রপাতগুলির প্রাকৃতিক সৌন্দর্যকে কয়েক গুণ বেশি বাড়িয়ে তোলে। সম্প্রতি কর্ণাটকের জগ জলপ্রপাতের একটি ভিডিও ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করেছে। প্রথম দর্শনে আপনি মনে করতেই পারেন এই ভিডিওটি নায়াগ্রা জলপ্রপাতের কিংবা বিদেশের কোনো মনোরম জায়গার একটি দৃশ্য। কিন্তু আপনি ভুল। নায়াগ্রা নয়, এই জলপ্রপাতটি অবস্থিত ভারতবর্ষেই।
কর্ণাটকের জগ জলপ্রপাত ভারতের অন্যতম মনোরম স্থান, বিশেষ করে বর্ষায়। ভিডিওটি শেয়ার করেছেন এরিক সোলহেম নামে একব্যক্তি। তিনি এই ভিডিওটির কৃতিত্ব দিয়েছেন রঘু নামের একজন ইন্টারনেট ব্যবহারকারীকে।এরিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এটি নায়াগ্রা জলপ্রপাত নয়… এটি ভারতের কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত জগ জলপ্রপাত।”
বহু মানুষ জগ জলপ্রপাতের অত্যাশ্চর্য এই ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল ভিডিওটির টুইটারে প্রায় 1.8 মিলিয়ন ভিউ হয়েছে। শুধু তাই নয়, সঙ্গে হাজার হাজার লাইক । বহু ইউজার আবার পোস্টটি টুইটও করেছেন।একজন লিখেছেন, “স্বর্গের মতো সুন্দর।”
https://twitter.com/ErikSolheim/status/1545953704280576002?s=20&t=Cd4U843EfKxkkGo_rpMOeg
এর পাশাপাশি, সম্প্রতি মহারাষ্ট্রের নানেঘাটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে জলের বিপরীত প্রবাহ দেখা যাচ্ছে। এতে দেখা যাচ্ছে দুই পাহাড়ের মাঝখানের একটি পতন থেকে জল নিচে না পড়ে উপরের দিকে যাচ্ছে। নানেঘাটে বৃষ্টির সাথে বাতাসের মিশেলের কারণেই এমন মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) সুশান্ত নন্দা।শেয়ার করার পর থেকে, এখনও পর্যন্ত টুইটারে 3.7 লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি।