শুটিংয়ের ফাঁকে নৌকায় নাগিন ডান্স করছে সুশান্ত, ভাইরাল হল সেই অদেখা ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন প্রায় দুই মাস হতে চলল। এরপর থেকেই বয়সী সুশান্ত সিংয়ের অদেখা ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে থাকে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুত এর পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে সুশান্ত সিংকে সোনচিড়িয়ার (Sonchiriya) সেটে নাগিন ডান্স করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের এই ভিডিও খুব ভাইরাল হচ্ছে।

https://www.instagram.com/p/CDu_HJqB-e2/?utm_source=ig_embed

সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) ন্যায় দেওয়ার জন্য গোটা দেশ এক হয়েছে। শুধু দেশেই না, বিদেশেও সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অভিযান চলছে। সুশান্তের বোন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। সিবিআই দ্বারা এফআইআর দায়ের করার পর ওনার বিশ্বাস যে, এবার সুশান্ত সিং আর গোটা দেশ ন্যায় বিচার পাবে। শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Video) শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিদেশেও সুশান্ত সিংকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অভিযান চালানো হচ্ছে।

https://www.instagram.com/p/CDmkWAJlzxb/?utm_source=ig_embed

ক্যালিফোর্নিয়ায় সুশান্ত সিংকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য একটি পোস্টার লাগানো হয়েছে। সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি আমেরিকার বিলবোর্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ওই ভিডিও শেয়ার করে উনি লেখেন, ‘ক্যালিফোর্নিয়ায় ভাইয়ের বিলবোর্ড। এটি দ্য গ্রেড মল থেকে বেরিয়ে ঠিক ৮৮০ উত্তরের দিকে আছে। এটা এখন বিশ্বব্যাপী আন্দোলনের চেহারা নিয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ফ্যানরা #JusticeForSushantSinghRajput লিখে ন্যায় বিচার চাইছে। সুশান্তের ফ্যানরা ন্যায় বিচারের জন্য #Warriors4SSR অভিযান শুরু করেছে। যেখানে সুশান্তের পরিবারও অংশ নিয়েছে। এমনকি বিজেপির রাজ্যসভার সাংসদ ডঃ সুব্রমানিয়াম স্বামীও এই অভিযানের অংশ হয়েছেন। এই ডিজিটাল ক্যাম্পেনে সুশান্তের প্রাক্তন বান্ধবি অঙ্কিতা লোখন্ডেও আছেন।

https://www.instagram.com/p/CDl5DZ5Fhmo/?utm_source=ig_embed

 

Koushik Dutta

সম্পর্কিত খবর