বাংলা হান্ট নিউজ ডেস্ক: যদি জনসমক্ষে দুই জন মানুষের মধ্যে বিবাদ বা ঝগড়া হয়, তবে তাদের চারপাশে লোকজন জড়ো হওয়াটা এবং বিবাদের মীমাংসার চেষ্টা করাটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু হস্তক্ষেপকারী যদি ঝামেলা থামাতে গিয়ে নিজে ঝামেলায় জড়িয়ে পড়েন, তবে তা আশ্চর্যের বিষয়। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে বিবাদের মাঝ এক ডেলিভারি বয়ের জড়িয়ে পড়ার এই রকম একটি ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে ঝামেলা থামাতে আসা ফুড ডেলিভারি বয় মেয়েটিকে মারধর শুরু করে।
রাস্তায় ওই জুটির মধ্যে ঝামেলা হচ্ছিল। সেই প্রেমিককে গালি দিচ্ছিল তার প্রেমিকা। এই ঘটনাটি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের, যেখানে মাঝ রাস্তায় ঝগড়া করা দম্পতিকে শান্ত করতে আসা ব্যক্তিই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন। এই ঘটনার কিছু ভিডিও সামনে এসেছে, যাতে একটি মেয়েকে তার প্রেমিকের সঙ্গে রাস্তার মাঝখানে মারামারি করতে দেখা যায় এবং তাকে ক্রমাগত গালিগালাজ করতে দেখা যায়। এরপরে রাস্তায় ভিড় জমতে শুরু করায় ছেলেটি চুপ করে সব সহ্য করতে থাকে। এই সময় মেয়েটি রাস্তার পাশে পড়ে থাকা একটি পাথর তুলে নেয় এবং তার প্রেমিকের স্কুটিতে আঘাত করে। কিন্তু এর পরের ঘটনাটি বেশ চমকপ্রদ।
এই ঝগড়ার সময় পাশ দিয়ে যাওয়া খাবার ডেলিভারির সঙ্গে যুক্ত একটু মানুষ ঘটনা দেখে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু মেয়েটি এতটাই রেগে যায় যে সে ফুড ডেলিভারি বয়কে দেখে রেগে চিৎকার করতে থাকে এবং অত্যন্ত বাজে ব্যবহার আরম্ভ করেন তার সাথেও। এই ব্যাপারটা সহ্য করতে না পেরে ধৈর্য্য হারিয়ে রাস্তার মাঝখানে মেয়েটিকে একের পর এক চড় মারেন। প্রায় তিন-চারটি থাপ্পড় মারার পর উপস্থিত লোকজনও তাকে থামানোর চেষ্টা করতে থাকেন। এই ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
If You want to Get Respect, 1st Give Respect..
Give Respect, Take Respect..
Yaar tum Ladki ho to kuchh bhi kar Sakte Ho ??
We Are With #Swiggy Delivery Boy…#SwiggyDeliveryBoy…#Bhubaneswar #Odisha pic.twitter.com/NKsx1dX4fS
— The South Movies (@TheSouthMovies1) March 30, 2022
ভিডিওটি ভাইরাল হলে কিছু মানুষ সেই ডেলিভারি বয়কে ট্রোল করেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে। ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এখানে যারা মন্তব্য করেছেন তারা মেয়েটিকে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শও দিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি।