বেতন ৭০ হাজার টাকা, অথচ ভারতের রাজধানীর নাম জানেন না শিক্ষিকা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া এখনও আমাদের সকলের কাছে একটি অপার বিস্ময়। নানানরকমের ছবি, ভিডিও এবং বিচিত্র জগত। এখানে নানা অদ্ভুত বিষয় সম্পর্কিত কন্টেন্ট প্রতিদিনই খুঁজে পাওয়া যায়। সেই কন্টেন্ট-এর মধ্যে থাকা আশ্চর্যজনক উপাদানই তাকে ভাইরাল করে তোলে।

তবে সবসময় শুধু কোনও মানুষের প্রতিভাই নয়, কখনও কখনও লোকের অজ্ঞতা ও অসমর্থতা সম্পর্কিত নানান ভিডিও-ও আমাদের সামনে ফুটে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনিই একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু আমাদের শিক্ষাব্যবস্থার দিকেই আঙুল তুলে দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায় যে এক মহিলা সাংবাদিক একটি প্রাইভেট স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষিকাকে কিছু প্রশ্ন করছেন। ওই শিক্ষিকা তাকে জানান বলেন যে তিনি একাধিক ক্লাসের পড়ুয়াদের পড়ান। কেন এমন ব্যাপার তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে সেই স্কুলে বেশি শিক্ষক-শিক্ষিকা নেই। তাই তাদের সেভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে যাতে একাধিক ক্লাসে তারা পড়াতে পারেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান যে মাত্র ৬ দিন হয়েছে তার ওই স্কুলে চাকরির। মহিলা সাংবাদিক সেই সময় ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীদের বলেন যে দিনের নামগুলি ইংরেজিতে পরপর বলতে। কিছু কিছু ছাত্রী উত্তর দিলেও অনেকেই পারে না। এরপর ওই মহিলা সাংবাদিক ওই শিক্ষিকাকে প্রশ্ন করেন যে ভারতের রাজধানীর নাম কী? আশ্চর্যজনক ভাবে সেই শিক্ষিকা উত্তর দেন ভারত। অর্থাৎ দেশের রাজধানীর নামটাও জানেন না সেই শিক্ষিকা। স্বাভাবিকভাবেই ভিডিওটি দেখে নেটিজেনরা চমকে গিয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর