ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে ছাত্রীকে প্রেম নিবেদন শিক্ষকের, বরখাস্ত দুজনাই

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে, ‘পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না’। এই দুনিয়ায় কে যে কখন কার প্রেমে পাগল হবে তা আগে থেকে বোঝা বড়ই দুষ্কর। কখনও কারও প্রতি অনুভূতি তৈরি হলে তা চেপে না রেখে প্রকাশ করাই ফেলাই ভালো। কিন্তু মনের মানুষকে প্রেম নিবেদন করতে গিয়ে যে চাকরি হারাতে হবে তা ঘুণাক্ষরেও জানতেন না তিনি।একঘর ভর্তি ছাত্রছাত্রী। দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার (Dindayal Upadhyay Gramin Kushal Yojana) আওতায় প্রশিক্ষণ শিবির। সেই ক্লাসরুমেই ছাত্রীকে ফুল দিয়ে প্রেম নিবেদন করলেন শিক্ষক (Teacher proposed Student)। বললেন আই লাভ ইউ। লজ্জায় লাল হলেন ছাত্রী।

অসমের ধেমাজি শহরের সেই প্রশিক্ষণ শিবিরের ছবি ভাইরাল হতেই একেবারে তুমুল শোরগোল। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা হয়তো ভাবতে পারেননি কেউই। বিদ্যালয়ের শিক্ষক হয়ে ছাত্রীকে প্রেম নিবেদন করার অভিযোগে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। অসমের ধামাজি শহরের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্র মারফত জানা যাচ্ছে, ওই প্রশিক্ষকের নাম মনোজ কুম্বাং। তিনি যে ছাত্রীটিকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, তাঁকেও ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বরখাস্ত করা হয়েছে। প্রেম প্রস্তাব দেওয়ার অনন্য মুহূর্তটি ক্যামেরা বন্দী করছিলেন করেছিলেন ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে ফুল দিয়ে একেবারে সিনেমার নায়কদের ধাঁচে কুম্বাং প্রেম নিবেদন করছেন সেই ছাত্রীকে। এই ভিডিও ভাইরাল হতেই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার পরই বিদ্যালয়ের পরিচালন কমিটি দু’জনকে বরখাস্তর সিদ্ধান্ত নেয়।

ট্রেনিং সেন্টারের এক আধিকারিক জানান, ‘এটা খুবই অপ্রত্যাশিত ব্যাপার। কিছু একটা হতে পারে বলে আশঙ্কা করেছিলাম আমরা। কিন্তু সেটা যে এই পর্যায়ে পৌঁছে যাবে তা ভাবি নি। কেন এমন করলেন তা বুঝতেও পারছি না। ঘটনার কথা সামনে আসতেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’ কেন্দ্রীয় সরকার অনুমোদিত এই ধরনের প্রশিক্ষণ শিবিরে মূলত বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থানের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু স্থান, কাল, পাত্র ভুলে চলতি ক্লাসের মধ্যেই ফিল্মি স্টাইলে প্রেম নিবেদনের পরিণতি যে কী হতে পারে তা বিলক্ষণ টের পাচ্ছেন শিক্ষক-ছাত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর