বাংলা হান্ট ডেস্ক: যখন কোনো জায়গায় দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়া লেগে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয় তখন আমরা প্রায়ই সেই ঘটনাটির উদ্দেশ্যে বলতে থাকি ঠিক যেন “সাপে নেউলে লড়াই হচ্ছে।” অর্থাৎ, সাপ এবং নেউলের মধ্যে যে সর্বদাই একটি রেষারেষি চলে তা আর বলার অপেক্ষা রাখেনা। শুধু তাই নয়, গ্রামে-গঞ্জে এখনও প্রায়শই সাপ এবং নেউলের মধ্যে তুমুল লড়াই পরিলক্ষিত হয়। তবে, সম্প্রতি ঠিক সেইরকমই এক ভয়াবহ লড়াইয়ের দৃশ্য সামনে এসেছে।
শুধু তাই নয়, ওই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। যেখানে দেখা গিয়েছে যে, একটি কেউটে সাপ এবং নেউলের মধ্যে রীতিমত রুদ্ধশ্বাস লড়াই চলছে। যদিও, শেষ পর্যন্ত যা ঘটেছে তাতে অবাক হয়েছেন নেটিজেনরা। আর এই ভিডিওটিই দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসি। এছাড়াও, এখানে পাওয়া যায় হাজার হাজার ভাইরাল ভিডিওর ভিড়। যেগুলি দেখতে ভালোবাসেন সকলেই। তবে, একাধিক কন্টেন্টের ভিডিও এখানে মজুত থাকলেও সাধারণত পশুপাখি সংক্রান্ত ভিডিওগুলিই দেখতে ভালোবাসেন সকলে। কারণ সেগুলির অকৃত্রিম সব আচরণ খুব সহজেই মন জয় করে নেয় নেটাগরিকদের।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি নেউল এবং একটি কেউটে সাপ পরস্পরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে। সাপটি রীতিমত ফণা উঁচিয়ে আক্রমণ করতে যায় নেউলটিকে। যদিও, তার পাল্টা জবাব দিতে থাকে ভিডিওতে থাকা নেউলটি। এমনকি, নেউলটির বারংবার আক্রমণে সাপটি একটি ফাঁকা জায়গায় চলে আসে। যদিও, তার মাঝেই ফণা তুলে সেটি তেড়ে আসে নেউলটির দিকে।
যদিও, এই আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনায় একটা সময়ে নেউলটি কামড় দিতে থাকে সাপটির লেজে। এমতাবস্থায়, বিপদের আঁচ বুঝতে পেরে ওই স্থান পরিত্যাগ করে নেয় সাপটি। এদিকে, নেউলের সাথে লড়াইয়ে কেউটের মত বিষধর সাপের এহেন পরিস্থিতি দেখে অবাক হয়েছেন সকলেই।
النمس مع وجبة المفضله pic.twitter.com/RtesvhgLZz
— عالم الحيوانات المفترسة والاليفه🗺 (@em4g1) March 27, 2021
এদিকে, এই ভিডিওটিই ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি @em4g1 নামের একটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। মোট ৪২ সেকেন্ডের এই ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শক এবং লাইকের সংখ্যা। শুধু তাই নয়, কেউটে এবং নেউলের এই ভয়াবহ লড়াই দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন নেটিজেনরা।