সাপ দেখেই ঝাপটে পড়ল বিড়াল! কে জিতল ভয়ঙ্কর লড়াইয়ে? রইল ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসেন সবাই। কাজের ফাঁকেই হোক কিংবা অবসরে সুযোগ পেলেই নেটমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন সব ভিডিও দেখতে পছন্দ করেন নেটিজেনরা। তবে, একাধিক কন্টেন্টের ভিডিও সেখানে থাকলেও সকলেই পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলির প্রতিই আগ্রহ প্রকাশ করেন। কারণ সেই অকৃত্রিম ভিডিওগুলি সত্যিই খুব বিরল হয়।

আর যে কারণে এরকম কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলেই তা ভাইরাল হওয়ার সুবাদে পৌঁছে যায় সকলের কাছেই। সম্প্রতি ঠিক এমনই এক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে বিড়াল এবং সাপের ভয়াবহ লড়াই। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি সাপ বাড়ির এক রেলিংয়ে বসে রয়েছে। আর সেটিকে দেখামাত্রই তার দিকে ছুটে এসে আক্রমণ করতে থাকে সেখানে থাকা একটি বিড়াল। তবে, সেখানে একটি কুকুর উপস্থিত থাকলেও সেটিকে চুপচাপ বসে থাকতেই দেখা যায়।

এদিকে, ওই বিড়ালটির সাথে ততক্ষনে ঘোর যুদ্ধ বেঁধে গিয়েছে সাপের। এমনকি সেটিকে কামড়াতেও যায় বিড়ালটি। যদিও, সাপটিও ছাড়বার পাত্র নয়। রীতিমত বিড়ালের গায়ে পেঁচিয়ে যায় সেটি। এমতাবস্থায়, বিড়ালটি কার্যত লাফানোর মাধ্যমে সাপটিকে ছাড়িয়ে নেয়। আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Saurabh Jadhav 2110 (@rasal_viper)

ইনস্টাগ্রামে ভিডিওটি “rasal_viper” নামের একটি পেজ থেকে আপলোড করা হয়। ক্রমশ দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটিতে। পাশাপাশি, এটি দেখে প্রতিক্রিয়াও দিতে থাকেন নেটিজেনরা। একটি বিড়াল এবং সাপের মধ্যে এহেন লড়াই দেখে কার্যত অবাক সকলেই।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X