বাসে ওঠা মোরগকে টিকিট ধরাল কন্ডাক্টর, ভাইরাল ভিডিওতে দেখুন কীভাবে শোধ করা হল ভাড়া

বাংলা হান্ট ডেস্ক: বাসে করে কোথাও যেতে হলেই স্বাভাবিকভাবেই টিকিট কাটতে হয়ে যাত্রীদের। তবে, শুধু বাসের জন্যই নয়, বরং প্রতিটি গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রেই লাগু হয় এই নিয়ম। স্বভাবতই, নিত্যযাত্রীরাও অভ্যস্ত থাকেন এতে।

কিন্তু, বাসে ভ্রমণকালে কখনও শুনেছেন যে, মোরগের যাতায়াতের জন্য টিকিট কেটেছেন কোনো কন্ডাক্টর? অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে অতি সম্প্রতি। শুধু তাই নয়, অবাক করা ওই ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমেও। যা ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে।

জানা গিয়েছে যে, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (টিএসআরটিসি) একটি বাসে চড়ার কারণে একটি মোরগের জন্য ৩০ টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি, দেওয়া হয়েছে টিকিটও। গত মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগর জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। টিএসআরটিসির এক বাস কন্ডাক্টর একজন মোরগ বহনকারী যাত্রীকে দেখে এই টিকিট কেটেছিলেন।

বাসের কন্ডাক্টর জি তিরুপতি পেদ্দাপল্লি থেকে করিমনগর যাওয়ার অর্ধেক পথে সুলতানাবাদের কাছে এক যাত্রীকে কাপড়ে মোড়া অবস্থায় একটি মোরগকে নিয়ে যেতে দেখেন। তা দেখেই তিরূপতি ওই যাত্রীর কাছ থেকে বাসে জীবন্ত প্রাণীকে নিয়ে যাওয়ার জন্য ৩০ টাকা দিতে বলেন। এই ঘটনার পরে মোহাম্মদ আলি নামের ওই যাত্রী প্রথমে প্রতিবাদ জানালেও পরে তিনি মোরগটির জন্য টিকিট কাটেন।

এদিকে, কন্ডাক্টর এবং যাত্রীর মধ্যে তর্কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে টিএসআরটিসির আধিকারিকরা ঘটনাটি লক্ষ্য করেন। এই প্রসঙ্গে টিএসআরটিসি গোদাবরীখানি ডিপোর ম্যানেজার ভি ভেঙ্কটেশাম বলেছেন, কন্ডাক্টরের উচিত ছিল যাত্রীকে মোরগের সাথে বাস থেকে নামতে বলা। কারণ টিএসআরটিসির নিয়ম অনুসারে বাসে অন্যান্য প্রাণীদের প্রবেশের কোনো অনুমতি নেই।

https://twitter.com/PavanJourno/status/1491029569054199814?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1491029569054199814%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Foff-beat%2Fbus-conductor-issued-a-ticket-for-a-rooster-while-traveling-in-the-bus%2F1093723

ভেঙ্কটেশাম আরও জানিয়েছেন যে, ওই কন্ডাক্টর সম্ভবত আগে মোরগটিকে লক্ষ্য করেননি কারণ যাত্রীটি এটি একটি কাপড়ের নীচে লুকিয়ে রেখেছিলেন। পাশাপাশি, নিয়ম লঙ্ঘনের জন্য যাত্রীর কাছ থেকে মোরগ বহনের ক্ষেত্রে টাকা নেওয়ার বিষয়টি নিয়েও কন্ডাক্টরের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর