ছাত্রীদের সঙ্গে বলিউডের গানে কোমর দোলালেন জেলাশাসক, ভাইরাল ভিডিওতে মজল নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: যে কোনো জেলার প্রশাসনিক দফতরের প্রধান হলেন জেলা শাসক। স্বাভাবিকভাবেই, পুরো জেলার দায়িত্ব তাঁদের কাছে থাকায় অত্যন্ত ব্যস্ত থাকেন তাঁরা। এমনকি, নির্ধারিত দিন ছাড়া খোঁজও মেলেনা তাঁদের। এমতাবস্থায়, এই ব্যস্ততার মাঝেও কোনো জেলাশাসককে ছাত্র-ছাত্রীদের সাথে মনের আনন্দে আপনি কখনও নাচতে দেখেছেন? নিশ্চয়ই না! তবে, নেটদুনিয়ার সৌজন্যে ঠিক সেইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি ফ্ল্যাশ মবের মধ্যেই ছাত্র-ছাত্রীদের সাথে বলিউডের গানে পা মিলিয়েছেন কেরালার এক জেলাশাসক। আর সেই ভিডিওই এখন পৌঁছে গিয়েছে সকলের কাছে। পাশাপাশি, ভিডিওটি দেখে সকলেই ভূয়সী প্রশংসা করেছেন ওই জেলাশাসকের। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে গেলেই অজস্র ভাইরাল ভিডিও দেখতে পাই।

কিন্তু, সেগুলির মধ্যে এমন কিছু কিছু ভিডিও থাকে যেগুলি একবার দেখলেই পছন্দ হয়ে যায় সবার। পাশাপাশি, ভিডিওগুলি শেয়ারও হতে থাকে ঝড়ের গতিতে। তাই, এই ধরণের ভিডিওগুলি নেটমাধ্যমে আসা মাত্রই তা দ্রুত গতিতে পৌঁছে যায় নেটিজেনদের কাছে। বর্তমান ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, দিব্যা এস আইয়ার নামের একজন IAS অফিসার তথা কেরালার পাথানামথিট্টার জেলাশাসক, একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পাশাপাশি, সেখানে উপস্থিত ছিলেন বেশকিছু ছাত্র-ছাত্রীরাও। সেখানে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠান করছিলেন তাঁরা।

এখন প্রশ্ন উঠতেই পারে যে, এই ফ্ল্যাশ মব আসলে কি? মূলত, ফ্ল্যাশ মবে সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই পূর্বনির্ধারিত পারফরম্যান্স করে দেখান যুবক-যুবতীরা। দৃষ্টি আকর্ষণের জন্য এই পন্থা প্রথমে বিদেশে চালু হলেও সময়ের সাথে সাথে এটির প্রচলন আমাদের দেশেও দেখা যাচ্ছে।

ঠিক সেইরকমই এক অনুষ্ঠানের পর ছাত্র-ছাত্রীদের অনুরোধের জেরে তাঁদের সাথে পা মেলান ওই জেলাশাসকও। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি “রামলীলা”-র জনপ্রিয় “ঢোল বাজে” গানে নাচতে থাকেন তিনি। আর এই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন আজিন পাথানামথিট্টা নামের এক ব্যবহারকারী। পাশাপাশি, ক্যাপশনে তিনি লিখেছেন, “মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের “আর্ট ফেস্টিভ্যাল”-এর ঘোষণা করতে এসে IAS অফিসার তথা কেরালার পাথানামথিট্টার জেলাশাসক দিব্যা এস আইয়ার ছাত্রীদের সাথে পা মিলিয়েছেন।” ইতিমধ্যেই ভিডিওটি কয়েক হাজার জন দেখেছেন। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর