নামে রয়েছে হাজারের বেশি অক্ষর, বার্থ সার্টিফিকেট দুই ফুট লম্বা! গিনেস রেকর্ড অধিকারী এই কন্যা

বাংলাহান্ট ডেস্কঃ সন্তানের জন্মের আগেই অনেক বাবা মায়েরাই তাঁদের ভাবী সন্তানের নাম ঠিক করে রাখেন। কেউ নিজেদের নামের সঙ্গে মিলিয়ে কোন নাম রাখেন, আবার অনেকে তাঁদের পূর্বপুরুষদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখেন। আবার অনেককে দেখা যায়, সুন্দর মিষ্টি ছোট্ট নাম রাখেন নিজের সন্তানের। কিন্তু তাই বলে ইংরেজি 1,019 টি অক্ষরের নাম?

ভাবছেন কি সব আবোল তাবোল বলছে সাংবাদিক! না এটাই বাস্তব সত্য। আমেরিকার টেক্সাস প্রদেশের এক অভিভাবক নিজের মেয়ের এমন নাম রাখলেন, যা উঠে গেল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

1984 সালে আমেরিকার টেক্সাস প্রদেশের এক পরিবারে এক দম্পতির সংসার আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। তাঁদের ইচ্ছা ছিল মেয়ের নাম এমন রাখবেন, যা ইতিহাসে দীর্ঘতম নাম হিসেবে রেকর্ড হয়ে থাকবে। সেই কারণে তাঁরা তাঁদের মেয়ের নাম রাখেন রোশান্ডিয়াটেলিনেশিয়াউন্নেভেশেঙ্ক কোয়ানিস্কোয়াটসিউথ উইলিয়ামস

কিন্তু এই নাম রেখেও ঠিক সন্তুষ্ট হলেন না সেই আমেরিকান দম্পতি। এই নামকরণের তিন সপ্তাহের মধ্যেই ভেবে ফেললেন এক নতুন নাম। এমনই এক নাম রাখলেন মেয়ের, যা ইংরাজিতে লিখতে গেলে দেখা যায় নামে রয়েছে 1,019 টি অক্ষর। আবার 36 অক্ষরবিশিষ্ট মিডিল নেমও যুক্ত রয়েছে।

মেয়ের এমন নাম রাখায়, সেই নাম স্থান পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। নাম এতোটাই বড় যে, দুই ফুট দৈর্ঘ্য হয়েছে জন্মের শংসাপত্রের। জানা গিয়েছে এটিই সবথেকে বড় নাম। তবে এতবড় নামে তো আর সবসময় ডাকা যায় না। তাই তাঁকে জেমি নামেই সকলেই ডাকেন। এমনকি নিজেও নিজের নাম রেকর্ড করে শুনে শুনে মুখস্থ করেছেন জেমি।

দেখে নিন সেই নাম- Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohnyaetheodoradilcyana।


Smita Hari

সম্পর্কিত খবর