সীমান্তে কর্তব্যরত জামাই, ভিডিওকলেই জামাইষষ্ঠী সারলেন শাশুড়ি! মন ছুঁয়ে যাবে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: “বাঙালির বারো মাসে তেরো পার্বণ”, অর্থাৎ উৎসবমুখর বাঙালি সারাবছরই মেতে থাকে বিভিন্ন আচার-অনুষ্ঠানে। যার মধ্যে অন্যতম হল জামাইষষ্ঠী। জামাইদের মঙ্গলকামনায় বাংলার প্রতিটি ঘরে ঘরে মহাসমারোহে পালিত হয় এই উৎসব। বছরের পর বছর ধরে চলে আসা এই উৎসবের রেশ সমানভাবে বজায় রয়েছে এখনও। যে কারণে এই বিশেষ দিনে জামাইদের আপ্যায়নে কোনোরকম খামতি রাখেন না কেউই।

তবে পেশাগত কারণে অনেকেই রাজ্য তথা দেশের বাইরে থাকায় এই নির্দিষ্ট দিনে উপস্থিত হতে পারেন না শ্বশুরবাড়িতে। এমতাবস্থায় জামাইষষ্ঠীর দিনটি কার্যত “মিস” করে যান তাঁরা। কিন্তু তা বলে কি জামাইর মঙ্গলকামনায় সম্পন্ন হওয়া এই অনুষ্ঠান থেমে যাবে? না, তা কিন্তু নয়। বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভার্চুয়ালি জামাইষষ্ঠী সম্পন্ন হয় বহুক্ষেত্রে।

ঠিক সেইরকম এক প্রসঙ্গ এবার সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীতে কর্তব্যরত থাকা অবস্থায় এই বিশেষ দিনে শ্বশুরবাড়িতে আসতে পারেননি এক সৈনিক। এমতাবস্থায় ভিডিও কলের মাধ্যমেই জামাইষষ্ঠী সম্পন্ন হল তাঁর। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন নেটমাধ্যমে। যা দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটিজেনরা।

ঠিক কি ঘটেছে?
ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ভিডিওকলের মাধ্যমেই জামাইয়ের মঙ্গল কামনায় সমস্ত আচার মেনে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করছেন তাঁর শাশুড়ি। স্ত্রীর হাতে থাকা মোবাইলে ভিডিও কলেই সেই ঘটনা প্রত্যক্ষ করছেন কর্তব্যরত ওই সৈনিক। এমনকি, ভিডিও কলের মাধ্যমে জামাইকে মিষ্টিও খাওয়ান শাশুড়ি। অর্থাৎ, সশরীরে উপস্থিত না থাকতে পারলেও কার্যত ভার্চুয়ালি জামাইষষ্ঠী সম্পন্ন হল এভাবেই।

আর এই ভিডিওটিই বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি “Indian Army Power” নামক একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। যেটি দেখতে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। পাশাপাশি প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক এবং কমেন্টের সংখ্যাও। এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং ২ লক্ষ ৮ হাজার জন লাইক করেছেন এটি।

এছাড়াও, এইভাবে জামাইষষ্ঠীর অনুষ্ঠান দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটিজেনরাও। নিজেদের প্রতিক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি ব্যক্ত করেন তাঁরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব।” পাশাপাশি, আরেকজন কমেন্ট করেছেন, “ভিডিওটি দেখে সত্যিই মন ভরে গেল। স্যালুট ইন্ডিয়ান আর্মি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর