বাংলাহান্ট ডেস্কঃ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ভাইরাল (viral) হচ্ছে নিত্যনতুন ভিডিও (video)। এবার যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা একেবারে অন্যরকম। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। আর চোখের নিমেষে ভাইরাল হয়েছে ভিডিওটি। লাইক ও কমেন্ট পড়েছে অনেকে, শেয়ারের সংখ্যাও অনেক। তাহলে চলুন দেখেনি ভিডিওটিতে ঠিক কি হচ্ছে…..
The #Pakistani supermarket in #Dubai delivered #AnwarRatol and #Chaunsa mangoes to my house in a #Lamborghini pic.twitter.com/d1TkFGeXkN
— Musfir Khawaja (@Khawaja_Jeee) June 18, 2020
ল্যাম্বরগিনি করে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আম ! শুনেই চোখ কপালে উঠছে তো ? ওঠারই কথা । কিন্তু এমনটাই হচ্ছে দুবাইতে। যা দেখে রীতিমত তাক লেগে গিয়েছে নেটিজেনদের। নিমেষে ভাইরাল হয়েছে ভিডিও। তবে এমনটা নাকি হয় দুবাইতে।
https://www.facebook.com/PSMUAE/posts/3058739577574405
গাল্ফ নিউজের রিপোর্টে জানা গিয়েছে, দুবাইয়ের (Dubai) পাকিস্তান সুপার মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ জাহানজেব তাঁর ব্যক্তিগত সবুজ ল্যাম্বরগিনিতে করে আম ক্রেতাদের বাড়িতে আম পৌঁছে দিচ্ছেন । তবে এবারে করোনার সংক্রমণের আবহে রয়েছে বাড়তি ব্যবস্থা । শহরের শিশুরা বাইরে বেরতে পারছে না । তাই নির্দিষ্ট মূল্যের আম কিনলে তিনি জয়রাইডের ব্যবস্থা রেখেছেন । তাঁর এই উদ্যোগ মন কেড়েছে ক্রেতাদের । ইতিমধ্যেই অনেকে আম কিনে উপভোগ করেছেন ল্যাম্বরগিনিতে জয়রাইড ।
দুবাইয়ের পাকিস্তান সুপার মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ জাহানজেব তাঁর ব্যক্তিগত সবুজ ল্যাম্বরগিনিতে করে আম ক্রেতাদের বাড়িতে আম পৌঁছে দিচ্ছেন।
এ দিন মহম্মদ জাহানজেবের কাছ থেকে আম কেনেন আদতে লখনউয়ের বাসিন্দা প্রবাসী ভারতীয় আরশাদ খান । তিনি বলে, “বাড়ির সামনে বিলাসবহুল ল্যাম্বরগিনিতে চড়ে আম ডেলিভারি দিতে আসায় খুব ভাল লাগছিল । লখনউ এমনিতেই দশেরি-সহ একাধিক আমের জন্য বিখ্যাত । তবে পাকিস্থানি আম খাওয়া হয়ে ওঠেনি । তাই অর্ডার করেছিলাম । নিঃসন্দেহে সেই আমও অত্যন্ত সুস্বাদু ।”